বাংলাদেশ, , শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

তরুণ উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতা দেবে সরকার : সাংসদ নজরুল ইসলাম চৌধুরী

  প্রকাশ : ২০১৯-০৯-০৩ ১৩:৫১:২২  

পরিস্হিতি২৪ডটকম : চন্দনাইশ ছাত্র ঐক্য চট্টগ্রাম আয়োজিত “তারুণ্যের ভাবনায় চন্দনাইশ” চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমিতে গতকাল ২ সেপ্টেম্বর ২০১৯ সোমবার সন্ধ্যা ৬ টায় অনুষ্ঠিত হয়েছে। চন্দনাইশ সমিতি- চট্টগ্রাম ও চন্দনাইশ মিডিয়া ক্লাব- চট্টগ্রামের সহযোগিতায় আয়োজন করা হয়।

তরুণরা জাতীর ভ্যবিষৎ তাদের হাতে আগামীর বাংলাদেশ। চাকরির পিছনে না ঘুরে উদ্যোক্তা হওয়ার আহবান জানান তিনি। তরুণ উদ্যোক্তাদের সব ধরনের সহযোগিতা দেবে সরকার। কারিগরি শিক্ষার উপর শিক্ষার্থীদের মনোনিবেশ আরও জোরদারে গুরুত্বারূপ করেন। এটাই সঠিক সময় ঘুরে দাঁড়ানোর। আশার কথা হল তরুণরা এগিয়ে এসেছে। চন্দনাইশ ছাত্র ঐক্যের স্বপ্নপূরণের মধ্য দিয়ে আগামীর চন্দনাইশ হবে সমৃদ্ধ ও আদর্শিক। প্রধান অতিথির বক্তব্যে কথা গুলো বলেন সাংসদ নজরুল ইসলাম চৌধুরী এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন যথাক্রমে চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার চৌধুরী, রিহ্যাব চট্টগ্রামের সভাপতি আবদুল কৈয়ুম চৌধুরী, বাংলাদেশ ব্যাংক চট্টগ্রামের ডেপুটি জেনারেল ম্যানেজার একরাম হোসেন, যমুনা টেলিভিশন চট্টগ্রামের বুরো প্রধান জামশেদুর রহমান, চন্দনাইশ সমিতির সাধারণ সম্পাদক মাকসুদুর রহমান, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় ক্রীড়া কমিটির সদস্য মামুনুর রশীদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবলীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, চন্দনাইশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম চৌধুরী, চন্দনাইশ মিডিয়া ক্লাবের সাধারণ সম্পাদক এম এ হোসাইন, চন্দনাইশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হেলাল উদ্দিন চৌধুরী, এডভোকেট দেলোয়ার হোসেন।
প্রধান সমন্নয়ক আদিল কবির ও ছাত্র ঐক্যের সভাপতি মাসুদ পারভেজের যৌথ সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক গোলাম সরওয়ার, ছাত্র ঐক্যের সাধারণ সম্পাদক তানিমুল আদনান তানিম, আব্দুর সবুর অপু, ওয়াহেদ ভুঁইয়া, শরিফুল ইসলাম সাজ্জাদ, জোনায়েদ সাকিব, নুরুল কবির, আনিসুর রহমান, মোহাম্মদ ইলহাম, মুজিবুর রহমান, সাইদুল মান্নান সায়েম, আবদুল আজিজ, তনিমা ইসলাম, আবির রায়হান, মাসুদ চৌধুরী, আরফাত আবির প্রমুখঃ

অনুষ্ঠানে আগত তরুণদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়েছেন সাংসদ আলহাজ্ব নজরুল ইসলাম চৌধুরী উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী সহ অন্যান্য অতিথিবৃন্দ।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা