বাংলাদেশ, , শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

বইয়ের সাথে পার্থিব কোন কিছুর তুলনা হতে পারে না : অতিরিক্ত বিভাগীয় কমিশনার

  প্রকাশ : ২০১৯-০৮-২০ ১৬:৩২:৪৪  

পরিস্হিতি২৪ডটকম : পাঠ্যভ্যাস মানব প্রকৃতিকে নিখুত করে এবং বই পড়া থেকে আনন্দ, বুদ্ধি ও সমতা অর্জিত হয়। বই হচ্ছে মানুষের শ্রেষ্ঠ সম্পদ। যার সাথে পার্থিব কোন কিছুর তুলনা হতে পারে না। আর বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক (ক.) মাইজভাণ্ডারী ট্রাস্ট কর্তৃক প্রকাশিত বই সমূহ পড়লে পার্থিব জীবনের পাশাপাশি পরজগত সম্পর্কেও জ্ঞান লাভ করতে সক্ষম হবে। বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক (ক.) মাইজভাণ্ডারী ট্রাস্ট জনকল্যাণমূলক কাজের পাশাপাশি নিয়মিত গ্রন্থ প্রকাশ করে মানুষের জ্ঞানের ভাণ্ডারকে বিকশিত করার যে অব্যাহত চেষ্টা করে যাচ্ছেন তা নিঃসন্দেহে প্রশংসনীয়। মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ সূর্যগিরি আশ্রম শাখার নেতৃবৃন্দদের সাথে সৌজন্যে স্বাক্ষাত ও বিশ্বঅলি শাহানশাহ হযরত সৈয়দ জিয়াউল হক (ক.) মাইজভাণ্ডারী ট্রাস্টের প্রকাশিত বই ও প্রসফেক্টাস প্রদান কালে চট্টগ্রাম অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোঃ নুরুল আলম নিজামী উপরোক্ত কথাগুলো বলেন। এসময় উপস্থিত ছিলেন সংগঠনে নির্বাহী সদস্য লায়ন ডাঃ বরুণ কুমার আচার্য বলাই, তরুণ কুমার আচার্য কৃষ্ণ, বিজয়৭১ এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডাঃ আর.কে.রুবেল, ধীমান দাশ, নিলু দাশ, ঝুমুর সর্দার, তপন রায়, বানু ঘোষ, নারায়ণ আচার্য, দ্বীপ আচার্য, মিঠু দাশ গুপ্ত, যীষু দাশ গুপ্ত প্রমূখ।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা