বাংলাদেশ, , শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

ফটিকছড়িতে পুজা উদযাপন পরিষদের উদ্যোগে সুয়াবিলে ভয়াবহ অগ্নিকান্ডে হতদরিদ্র পরিবারের মাঝে বস্ত্র ও নগদ অর্থ প্রদান

  প্রকাশ : ২০১৯-১০-৩০ ১৭:৪২:৫১  

পরিস্হিতি২৪ডটকম : ফটিকছড়ি নাজিরহাট পৌরসভার সুয়াবিলে ভয়াবহ অগ্নিকান্ডে তিন হতদরিদ্র পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (২৭ অক্টোবর) দিবাগত রাতে পৌরসভার ২ নং ওয়ার্ডের পূর্ব সুয়াবিল ভাঙ্গা দিঘীর পাড়, পশ্চিম বণিক পাড়া, ললিত মোহন চৌধুরী বাড়ি এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে এলাকার সুকুমল বণিক, সুমন বণিক, রাজন বণিকের ঘর সম্পূর্ণভাবে ভষ্মিভুত হয়ে যায়। স্থানীয় বাসিন্দা ও নাজিরহাট বাজারের ব্যবসায়ী সুমন বণিক বলেন, হঠাৎ আগুনের লেলিহান শিখা দেখতে পায় এলাকাবাসী। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে তিন হতদরিদ্র পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। পরিবারের সবকিছু আগুনে পুড়ে পরিবারগুলো সম্পূর্ণ সহায় সম্বলহীন হয়ে পড়েছেন। আগুনের সূত্রপাত নিশ্চিত করা যায়নি। আগুনে পুড়ে পরিবার গুলো খবর পেয়ে ছুটে যান ফটিকছড়ি উপজেলা কেন্দ্রিয় পুজা উদযাপন পরিষদ এর সফল সভাপতি মাষ্টার রতন কান্তিচৌধুরী ও সাধারণ সম্পাদক প্রকৌশলী কাজল শীল সহ পুজা পরিষদের সকল কমিটির পক্ষ থেকে অসহায় সকলের প্রতি শাড়ী/কাপড় ও নগদ টাকা প্রদান করেন ও সকল জাতী ধর্ম, বর্ণ ও সনাতনী যার যার অবস্থান থেকে এ সময় তিনি হতদরিদ্র পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য তিনি সমাজের বিত্ত্বশালীদের এগিয়ে আসার আহবান জানান। আরো উপস্থিত ছিলেন পুজা পরিষদের নেতৃবৃন্দ, মাষ্টার মিলন নাথ, মাষ্টার আর্শিষ চক্রবর্ত্রী, শিমুল ধর, ভজন নাথ, প্রিয়রঞ্জন, নারায়ণ নাথ, লায়ন ডাঃ বরুণ কুমার আচার্য বলাই, শুভ চক্রবর্ত্রী ও নাজিরহাট পৌরসভা পুজা উদযাপন পরিষদের সভাপতি সুমন বণিক।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা