বাংলাদেশ, , শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়ক উপকরণ বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

  প্রকাশ : ২০১৯-১১-০৪ ২০:০০:২৭  

পরিস্হিতি২৪ডটকম : প্রতিবন্ধী ব্যক্তিবর্গের জীবনচক্র ভিত্তিক পূনর্বাসন প্রকল্প (প্রজীপু)’র আওতায় সহায়ক উপকরণ বিতরণ ও কর্মশালা অনুষ্ঠান ৩১ অক্টোবর ২০১৯, বিষুদবার অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো আব্দুল জব্বার চৌধুরী। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আ ন ম বদরুদ্দোজা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান এসিস্টেন্ট পিপি এডভোকেট কামেলা খানম রূপা, সামাজিক নিরাপত্তা গবেষক ড. মো. আকবর হোসেন, উপজেলা স্বাস্থ্য ও প প কর্মকর্তা ডা. বখতিয়ার আলম, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. জসিম উদ্দিন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আ ন ম সালেহ উদ্দীন, কাঞ্চনাবাদ ইউপি চেয়ারম্যান মুজিবুর রহমান, বৈলতলী ইউপি চেয়ারম্যান এডভোকেট আনোয়ারুল মোস্তফা চৌধুরী দুলাল, জোয়ারা ইউপি চেয়ারম্যান আমিন আহমেদ চৌধুরী রোকন, সাংবাদিক নুরুল আলম, সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, সাংবাদিক রাশেদ হাসান, সাংবাদিক এস এম রহমান। পুরো অনুষ্ঠান সার্বিক পরিচালনা করেন চন্দনাইশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা (সিডিডিও)’র সেক্রেটারি সেলিনা আক্তার রওশন চৌধুরী। এসডব্লিউও মো. শফিউল আজিমের সঞ্চালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা মনজুর আলম, ইউনুস খাতুন রোজী, কানিজ ফাতেমা, ফাতেমা বেগম, তানজিলা আক্তার, তানজিলা আক্তার, উম্মে হাবিব প্রমুখ।
অনুষ্ঠানে ১০ জন প্রতিবন্ধীকে সাদাছড়ি, ৫ জনকে হিয়ারিং এইড ও ৬ জনকে হুইল চেয়ারসহ মোট ২১ জনকে সহায়ক উপকরণ প্রদান করা হল। কর্মশালায় ৪০ জন সংশ্লিষ্ট ব্যক্তি অংশগ্রহণ করেন।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা