বাংলাদেশ, , শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

নগরীর মিয়াখাননগরে অগ্নিকাণ্ডে ৫ লাখ টাকার ক্ষতি

  প্রকাশ : ২০১৯-১০-০৪ ১৯:০৪:৪০  

পরিস্হিতি২৪ডটকম : নগরের বাকলিয়া থানাধীন মিয়াখাননগর এলাকায় মফিজুর রহমানের সেমিপাকা বসতঘর ও দোকানে আগুন লেগে পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।

শুক্রবার (৪ অক্টোবর) সকাল পৌনে আটটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফরিদ আহমদ জানান, আগুন লাগার খবর পেয়ে লামারবাজার ও কালুরঘাট ফায়ার স্টেশন থেকে ছয়টি গাড়ি পাঠানো হয়। সাড়ে নয়টার দিকে আগুন নেভানো হয়।

বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে উল্লেখ করে এ কর্মকর্তা জানান, বসতঘরের পাশে কিছু কাঁচা কক্ষে পুরোনো কাপড়ের স্তূপ ছিল। তাই আগুন নেভাতে সময় লেগেছে। প্রাথমিক হিসাবে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।



ফেইসবুকে আমরা