বাংলাদেশ, , শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

জেএম সেনের অসুস্থ নাতি মিলন সেনকে জব্বার চৌধুরীর অনুদান প্রদান

  প্রকাশ : ২০২০-১১-১১ ১৮:৪০:৫১  

পরিস্হিতি২৪ডটকম : বরমা ত্রাহি মেনকা উচ্চ বিদ্যালয়সহ বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, খ্যাতিমান আইনজীবী যাত্রামোহন সেন (জে.এম সেন) এর নাতি ও ব্রিটিশবিরোধী আন্দোলনের পুরোধা, কলকাতার সাবেক মেয়র ব্যারিস্টার যতীন্দ্রমোহন সেনগুপ্তের ভাইপো অসুস্থ মিলন সেনগুপ্তকে চন্দনাইশ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বরমা ত্রাহি মেনকা উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ্ব আবদুল জব্বার চৌধুরীর ব্যক্তিগত পক্ষ থেকে অনুদান প্রদান করা হয়। সম্প্রতি (গত বৃহস্পতিবার) এ সময় উপস্থিত ছিলেন ৫নং বরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল ইসলাম, বরমা উন্নতমান সরকারি প্রাথমিক বিদ্যালয় পিটিএ’র সভাপতি সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, বরমা ত্রাহি মেনকা উচ্চ বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সদস্য মাস্টার রতন চক্রবর্তী, আওয়ামী লীগ নেতা ও শিক্ষানুরাগী মো. সিরাজুল ইসলাম, আনোয়ারুল ইসলাম, মো. আবু জাফর, কাজী মাহমুদুর রহমান, মিসেস সুজিতা তালুকদার, মাস্টার সমীরণ দত্ত, নুরুল হোসেন, শর্বরী দে প্রমুখ। এ সময় আবদুল জব্বার চৌধুরীর ব্যক্তিগত পক্ষ থেকে মিলন সেনগুপ্ত ও তাঁর পুত্র লিটন সেনগুপ্ত (বাবু)-এর হাতে নগদ অনুদানের ২০,০০০ টাকা তুলে দেন।
এ সময় স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব রক্ষা করা হয়।
এ সময় তিনি তাঁদের পৈতৃক বাড়ি নির্মাণ/সংস্কার করার জন্য সহযোগিতা করার প্রতিশ্রুতি দেন। এ ছাড়াও তিনি বরমার ইতিহাস-ঐতিহ্য রক্ষার জন্য সেন পরিবারের স্মৃতি রক্ষার্থে এবং বিদ্যালয়ের উন্নয়নের জন্য সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা