বাংলাদেশ, , শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

জাতীয় গ্রন্থাগার দিবসের আলোচনা সভায় বক্তারা : সভ্যতার সকল ইতিহাস পুস্তকের মাধ্যমে গ্রন্থাগারে সংরতি হয়েছে

  প্রকাশ : ২০২০-০২-০৫ ১৯:১৯:২৬  

পরিস্হিতি২৪ডটকম : জাতীয় গ্রন্থাগার দিবস- ২০২০ উপলক্ষে ৫ ফেব্রুয়ারি ২০২০ বুধবার সকালে বেসরকারি পাঠাগার সমন্বয় সমিতি, চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র (সিএইচআরসি), মাওলানা মোহাম্মদ আলী পারিবারিক পাঠাগার, মাস্টার আব্দুল হাকিম পারিবারিক পাঠাগার, ফকির মোহাম্মদ স্মৃতি পাঠাগার, নুরুল ইসলাম আলকাদেরী স্মৃতি সংসদ, বারআউলিয়া পাঠাগার ও রনধীর স্মৃতি পাঠাগারের যৌথ উদ্যোগে আলোচনা সভা ও পুস্তক প্রদর্শন অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা বলেছেন ইতিহাস ও ঐতিহ্যের সন্ধান পাওয়া যায় গ্রন্থাগার ও গ্রন্থের মাধ্যমে। গ্রন্থাগার ও গ্রন্থ মানুষকে সভ্যতার সন্ধান দিয়েছে। আজকের সভ্য পৃথিবীর প্রাচীন ইতিহাস জানতে গ্রন্থাগার ও গ্রন্থের বিশেষ ভূমিকা রয়েছে। সমাজের প্রতিটি পাড়ায়, মহল্লায় ও ঘরে ঘরে গ্রন্থাগার গড়ে উঠলে সমাজ ও দেশ আলোকিত হবে। একটি ভাল গ্রন্থ প্রজন্মকে অন্ধকার থেকে আলোকিত করতে পারে। অতএব গ্রন্থাগার ও গ্রন্থ জাতি ও প্রজন্মকে সঠিক পথে পরিচালনার জন্য সহায়ক ভুমিকা পালন করে। মাস্টার আব্দুল হাকিম পারিবারিক পাঠাগারের পরিচালক এ কে এম আবু ইউসুফের সভাপতিত্বে এসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বহু গ্রন্থপ্রণেতা ও ইতিহাসবেত্তা সোহেল মুহাম্মদ ফখরুদ-দীন। অধ্য মুহাম্মদ ইউনুছ কুতুবীর সঞ্চালনায় এসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রবীন সাংবাদিক ও লেখক মোহাম্মদ সাইফুদ্দিন, মুক্তিযোদ্ধা ও প্রাবন্ধিক মোহাম্মদ জামাল উদ্দিন, প্রবীন লেখক বিমল বড়ুয়া, অধ্যাপক দিদারুল আলম, এস.এম.ওসমান, নয়ন পাল, পরিতোষ চৌধুরী, রণধীর পাঠাগারের পরিচালক অঞ্জন পাল, লিটন বড়ুয়া, মাস্টার নুরুল আলম, তরুণ লেখক মোফাচ্ছের, ছড়াকার জাবেদ ইকবাল, সাফায়েত নগরী প্রমূখ।

প্রেস বিজ্ঞপ্তি 



ফেইসবুকে আমরা