বাংলাদেশ, , শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

চবি উপাচার্যের সাথে ইউনিসেফ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

  প্রকাশ : ২০২০-০১-২০ ১৯:৫০:৩৭  

পরিস্হিতি২৪ডটকম : ইউনিসেফ-চট্টগ্রাম বিভাগের কমিউনিকেশন ফর ডেভেলপমেন্ট অফিসার গীতা দাশ এবং জার্মান -এর ডয়েচ ভেলে একাডেমির বাংলাদেশ কনসালটেন্ট লুৎফা আহমেদ ১৯ জানুয়ারি ২০২০ বেলা ২.৩০ টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এর সাথে উপাচার্যের অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় চবি’র যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সভাপতি মো. শহীদুল হক ও উক্ত বিভাগের প্রফেসর ড. মোহাম্মদ সহিদ উল্যাহ উপস্থিত ছিলেন।
উপাচার্য অতিথিবৃন্দকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সবুজ ক্যাম্পাসে স্বাগত ও আন্তরিক শুভেচ্ছা জানান। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনুষদ, বিভাগ, ইনস্টিটিউট ও গবেষণা কেন্দ্রসমূহের সংক্ষিপ্ত পরিচিতি তুলে ধরে বলেন, প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যে ভরপুর এ বিশ্ববিদ্যালয় শিক্ষা-গবেষণায় সমৃদ্ধ অন্যতম একটি উচ্চ শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান। নিরবচ্ছিন্নভাবে জ্ঞান সৃজন ও জ্ঞান বিতরণ করে আলোকিত মানবসম্পদ উৎপাদনই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য। সম্মানিত অতিথিবৃন্দ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অনিন্দ্য সুন্দর ক্যাম্পাস অবলোকন করে মুগ্ধ হন এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-গবেষণার সুষ্ঠু পরিবেশ সম্পর্কে জেনে আগ্রহ প্রকাশ করেন।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা