বাংলাদেশ, , শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

চট্টগ্রামের ১৪টি আসনে নির্বাচনের ব্যালট পেপার এসে পৌঁছেছে

  প্রকাশ : ২০১৮-১২-২৭ ১২:৩৭:২০  

পরিস্হিতি২৪ডটকম : বৃহস্পতিবার (২৭ ডিসেম্বর) সকালে ঢাকা থেকে চট্টগ্রামের ১৪টি আসনে নির্বাচনের ব্যালট পেপার এসে পৌঁছেছে।তবে প্রার্থী নিয়ে জটিলতার কারণে চট্টগ্রাম-৪ (সীতাকুণ্ড) আসনের ব্যালট পেপার একদিন বিলম্বে আসবে বলে জানা গেছে। এছাড়া চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) আসনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ভোট হওয়ায় সেখানে কাগজের ব্যালট ব্যবহার হবে না।
সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. মুনীর হোসাইন খান বলেন, ‘১৪টি আসনের ব্যালট পেপার এসেছে। বাকী ১টি আসনের ব্যালট শুক্রবার আসবে। কোতোয়ালীতে ব্যালট ব্যবহার হবে না।’
নির্বাচনের আগের দিন ব্যালটসহ যাবতীয় সরঞ্জাম প্রতিটি আসনে পাঠিয়ে দেওয়া হবে বলেও জানান তিনি।
এদিকে ব্যালট পেপার ও অন্যান্য সরঞ্জামগুলো পুলিশ পাহারায় নগরের এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়ামে রাখা হয়েছে।



ফেইসবুকে আমরা