বাংলাদেশ, , শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

ঘাডশির ২২২ তম মাসিক সাহিত্য আড্ডা ও সেরা লেখিয়ে আসরে বক্তারা : সাহিত্যে চর্চার লক্ষ্য-উদ্দেশ্য কেবল ব্যক্তিগত আত্মতৃপ্তিই নয় বরং এটি প্রেরণার উৎস

  প্রকাশ : ২০২০-০২-০১ ১৭:০৫:১১  

পরিস্হিতি২৪ডটকম : ঘাসের ডগায় শিশির (ঘাডশি) সাহিত্য পরিষদের ২২২ তম মাসিক সাহিত্য আড্ডা ও সেরা লেখিয়ে আসর নগরীর সিআরবিস্থ তাসফিয়া গার্ডেনে আজ ৩০ জানুয়ারি ২০২০ বৃহস্পতিবার বিকেল ২.৩০ ঘটিকায় অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম আগ্রাবাদস্থ খাঁন ডেন্টালের স্বত্বাধিকারী ডাঃ বেলাল হোসেন উদয়নের সভাপতিত্বে ও সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ মাহফুজুর রহমানের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা কথন সম্পাদক বিশিষ্ট কবি ফারুক হাসান। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বৃহত্তর চট্টগ্রাম ডেন্টাল এসোসিয়েশনের সভাপতি ডাঃ মোহাম্মদ জামাল উদ্দীন, বাংলাদেশ পরিবেশ উন্নয়ন সোসাইটি (বাপউস)’র চেয়ারম্যান সাংবাদিক এ কে এম আবু ইউসুফ। এতে উপস্থিত ছিলেন সংগঠনের যোগাযোগ সম্পাদক কবি খোবাইব হামদান, সাংগঠনিক সম্পাদক কবি রথিন্দ্রজিৎ হিরো বড়ুয়া, প্রচার ও প্রকাশনা সম্পাদক কবি অভিলাষ মাহমুদ, সহ-যোগাযোগ সম্পাদক কবি শাওন রানা, সাহিত্যিক অনুতোষ দত্ত বাবু, সমীরণ বড়ুয়া প্রমূখ। এসময় বক্তারা বলেন, সাহিত্য, সাহিত্যিকের বিবেক প্রসূত সৃজনশীল কাজ। এর লক্ষ্য-উদ্দেশ্য কেবল ব্যক্তিগত আত্মতৃপ্তিই নয় বরং প্রেরণার উৎস। আর এর কার্যকরণ সমূহকে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে অনুধাবন করলে সৎ সাহিত্যিক সহজেই উপলব্ধি করতে পারেন প্রেরণা তৈরি হওয়ার পেছনের বিদ্যমান কারণ। হতাশা-কান্তি, দমন-অবদমন, রাগ-ক্ষোভ-বিক্ষোভ, প্রতিবাদ-প্রতিকার, যুক্তি-বিযুক্তি সবই সমাজস্থিত কার্যকরণের মধ্যে নিহিত। সাহিত্য সবাইকে তা প্রভাবিত করে আর সৎ-সাহিত্যিক তার ধারণাকে রূপান্তরিত করেন কাঙ্খিত সমাজরূপটি অর্জনের জন্য। প্রকৃত সাহিত্য সমাজকে নির্মাণ এবং পুনঃপুনঃ নির্মাণের ইঙ্গিতকে বহন করে।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা