বাংলাদেশ, , শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

কর্ণফুলী চরলক্ষ্যায় শিশু ও নারী উন্নয়ন শীর্ষক ওরিয়েন্টেশন কর্মশালা

  প্রকাশ : ২০১৯-০৪-২৭ ২০:৫৪:১৯  

পরিস্হিতি২৪ডটকম : শিশু ও নারী উন্নয়ন যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়ে) শীর্ষক কর্মসূচির আওতায় নেতৃস্থানীয় ব্যক্তিবর্গের ওরিয়েন্টেশন কর্মশালা পটিয়া তথ্য অফিসের উদ্যোগে কর্ণফুলী উপজেলার চরলক্ষ¥্যা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে ২৪ এপ্রিল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। পটিয়া তথ্য অফিসার মো. কামরুজ্জামান’র সভাপতিত্বে ও তথ্য সহকারী নয়ন বড়–য়ার সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কর্ণফুলী উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ শামসুল তাবরীজ। বিশেষ অতিথি ছিলেন চরলক্ষ্যা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী। আলোচক ছিলেন চরলক্ষ্যা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মেডিকেল অফিসার ডা. মুর্শিদা আকতার। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সাংবাদিক হারুনুর রশিদ সিদ্দিকী, সাংবাদিক আবদুল হাকিম রানা, সাংবাদিক সৈয়দ শিবলী ছাদেক কফিল, সাংবাদিক মোরশেদুর রহমান নয়ন, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ রফিক, ইউপি মেম্বার আইয়ুব আলী, শামসুন নাহার, সমাজসেবক নুরুল আবছার প্রমুখ।
সভায় নারী ও শিশুদের স্বাস্থ্যবিষয়ক বিভিন্ন আলোচনা করা হয় এবং তাদের স্বাস্থ্য সুরক্ষার উপর সচেতন ও দায়িত্বশীল হওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।



ফেইসবুকে আমরা