বাংলাদেশ, , শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

আহলে বাইতে রাসুল (দ.)’র ত্যাগের শিক্ষায় নৈতিক চরিত্র গঠন করুন : সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারী

  প্রকাশ : ২০১৯-০৯-১০ ১৫:২৬:০১  

পরিস্হিতি২৪ডটকম : মাইজভাণ্ডার দরবার শরীফে গত ৯ সেপ্টেম্বর’১৯ সোমবার ১০ মুহররম ১৪৪১ হিজরী পবিত্র আশুরা ও আহলে বাইতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্মরণে শাহাদাত-ই-কারবালা মাহফিল মাইজভান্ডার শরীফ গাউসিয়া আহমদিয়া মঞ্জিলে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আওলাদে রাসুল (দ.) আওলাদে গাউসুলআজম মাইজভাণ্ডারী, মুর্শিদে বরহক হযরতুলহাজ্ব শাহসুফি সৈয়দ সহিদুল হক মাইজভাণ্ডারী (ম.)। মাহফিলে তিনি বলেন, আহলে বাইতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মহব্বতবিহীন জীবন মৃত জীবনের মত। ঈমানের ভিত্তি হলো আহলে বাইতে রাসুলের প্রতি ভালোবাসা। মাহফিলে আরো উপস্থিত ছিলেন শাহজাদা সৈয়দ আহমদ নাবিদ হাসান মাইজভাণ্ডারী, প্রবীণ আলেমে দ্বীন মাওলানা মুহাম্মদ ওসমান গণী জালালী, মাওলানা আবু তৈয়ব মুহাম্মদ মুজিবুল হক মাইজভাণ্ডারী, মাওলানা মুহাম্মদ আবুল কালাম। মাওলানা সৈয়দ মুহাম্মদ তানজীদ হোসাইনের পরিচালনায় খাদেমুল ফোকরা ফাউন্ডেশনের আয়োজনে মোত্তাবেয়ীনে গাউছে মাইজভাণ্ডারী উলামা ফোরামের সহযোগিতায় উক্ত মাহফিলে বক্তারা আহলে বাইতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শিক চেতনাকে অনুশীলন করার তাগিদ দেন।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা