বাংলাদেশ, , শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

আনোয়ারায় বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত

  প্রকাশ : ২০১৯-০৮-১৭ ১৭:৫৯:৫০  

পরিস্হিতি২৪ডটকম/(এনামুল হক নাবিদ,আনোয়ারা,চট্টগ্রাম): স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস আনোয়ারায় শোক র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়।৪৪তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে বৃহস্পতিবার (১৫আগস্ট) উপজেলা প্রশাসন আয়োজন করে র‍্যালি ও আলোচনা সভা।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন,বঙ্গবন্ধু বাংলার নিপিড়িত মানুষের কথা বলেছেন,জীবন যৌবন বাংলার মুক্তিকামী মানুষের পরিবর্তনের জন্য কাটিয়েছেন।কিন্তু যারা মুক্তিকামী মানুষের মুক্তি চাননি সেই অশুভ মহল সেই শুরু থেকে তার নেতৃত্ব কে মেনে নেয়নি। যার ফলাফল বাংলার স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধুকে আজকের এই কালো(১৫আগস্ট) দিনে নির্মমভাবে হত্যা করে। সোনার বাংলার স্বপ্নকে তারা ধুলিস্যাৎ করে দিতে চেয়েছিল সেই কুচক্রী মহল। কিন্তু দেশনেত্রী বঙ্গবন্ধু কন্যা বঙ্গবন্ধুর আদর্শ কে ধারণ করে বাংলাদেশ কে সামনের দিকে নিয়ে যাচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শেখ যোবায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্যে রাখেন,উপজেলা ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তি ধর,উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সাইদুজ্জামান,ওসি দুলাল মাহমুদ,উপজেলা মুক্তিযুদ্ধ কমান্ডার ফজল আহম্মদ।এর আগে উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে উপজেলা চত্বর থেকে এক শোক র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পূণরায় উপজেলা চত্বর এসে শেষ হয়।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা