বাংলাদেশ, , শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

আগামীকাল বাগীশিক চট্টগ্রাম উত্তর জেলা সংসদ বার্ষিক গীতা পরীক্ষা

  প্রকাশ : ২০২০-০৩-০৫ ২১:০০:৪৮  

পরিস্হিতি২৪ডটকম : বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক)চট্টগ্রাম উত্তর জেলা সংসদ কতৃর্ক আয়োজিত বার্ষিক গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষা-২০১৯ চট্টগ্রাম উত্তর জেলা সংসদের আওতাধীন ৭টি উপজেলার ১২টি কেন্দ্রে আগামী ৬ই মার্চ ২০২০ খ্রিস্টাব্দ তারিখ স্ব-স্ব উপজেলার নির্ধারিত কেন্দ্রে সকাল ১০টায় একযোগে অভিন্ন প্রশ্নপত্রে অনুষ্ঠিত হবে। কেন্দ্র সমূহ হল: হাটহাজারী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড মহাবিদ্যালয়, ফটিকছড়ির বিবিরহাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, ভূজপুর ফটিকছড়ি ন্যাশনাল স্কুল এন্ড কলেজ, ভূজপুর নারায়ণহাট কলেজিয়েট উচ্চ বিদ্যালয়, সন্দ্বীপ এনাম শাহার বালিকা উচ্চ বিদ্যালয়, রাঙ্গুনিয়া পারুয়া সাহাদ্দীনগর প্রাথমিক বিদ্যালয়, রাঙ্গুনিয়া খীলমোগল ঈশান সরকারী প্রাথমিক বিদ্যালয়, মীরসরাই নিজামপুর সরকারহাট, উচ্চ বিদ্যালয়, মীরসরাই পাইলট উচ্চ বিদ্যালয়, মীরসরাই বারইহাট চিনকি আস্তানা সরকারী প্রাথমিক বিদ্যালয়, সীতাকুন্ড গ্রীস ধর্মশালা বিবেকানন্দ বিদ্যা নিকেতন, সীতাকুন্ড ভাটিয়ালী হাজি টিএসসি উচ্চ বিদ্যালয়। পরীা উপলে ইতোমধ্যে পরীক্ষার সকল প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বার্ষিক গীতা ও নৈতিক শিক্ষা পরীক্ষা-২০১৯ এর সমন্বয়ক শুভাশীষ চৌধুরী, আহ্বায়ক প্রিয়াশীষ চক্রবর্তী এবং সদস্য-সচিব প্রভাষক রাতুল শীল।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা