বাংলাদেশ, , শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

অনলাইন মার্কেট প্লেস ফোর-ই কমিউনিটি মার্কেটিং এর কর্মশালায় বক্তারা : অনলাইন পণ্য বিপণনে ক্রেতা-বিক্রেতা উভয়ে যেন ক্ষতিগ্রস্ত না হয় সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে

  প্রকাশ : ২০১৯-১০-৩০ ১৭:৩৩:৫৫  

পরিস্হিতি২৪ডটকম : অনলাইন মার্কেট প্লেস ফোর-ই কমিউনিটি মার্কেটিং এর আয়োজনে ‘অনলাইন পণ্য বিপণনে সুবিধা ও ঝুঁকি’ বিষয়ক কর্মশালা ৩০ অক্টোবর ২০১৯ বুধবার বিকাল ৩ ঘটিকায় নগরীর বায়েজিদ থানাধীন অক্সিজেন মোড়স্থ এম রহমান এন্ড কোম্পানির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন ফোর-ই কমিউনিটি মার্কেটিং এর চেয়ারম্যান এ কে এম আবু ইউসুফ। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এম রহমান এন্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক তরুণ ব্যবসায়ী উদ্যোক্তা এম মফিজুর রহমান। কর্মশালায় অনলাইন মার্কেটিং এর বিভিন্ন সুবিধা-অসুবিধা ও ঝুঁকির বিষয় নিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ পরিবেশ উন্নয়ন সোসাইটির কেন্দ্রীয় মহাসচিব ডা. মোহাম্মদ জামাল উদ্দিন। এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বেঙ্গল বিস্কুট লিমিটেড এর চট্টগ্রামের সেলস এক্সিকিউটিভ মোহাম্মদ রফিকুল ইসলাম, মার্কেটিং অফিসার জহিরুল ইসলাম, এম রহমান এন্ড কোম্পানির হিসাব কর্মকর্তা সুজন দাশ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডি আলম ব্রাদার্সের কর্মকর্তা মোহাম্মদ মুছা, অনুতোষ দত্ত বাবু, জিয়াউর রহমান, তৌহিদুর রহমান, বীণা চাকমা, নুরুল ইসলাম, আমান উল্লাহ, মোহাম্মদ ইদ্রিস, মুক্তি বড়ুয়া, অশোক দে, জুয়েল দাশ, হাবিবুর রহমান। উক্ত কর্মশালায় তরুণ উদ্যোক্তা হিসাবে ব্যবসায়ে অবদান রাখায় এম রহমান এন্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এম মফিজুর রহমানকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। কর্মশালা বক্তারা বলেন, বিশ্বব্যাপী অনলাইন মার্কেটিং দ্রুত জনপ্রিয় হয়ে উঠছে। এ পদ্ধতিতে বিপণন প্রতিষ্ঠানগুলোকে পণ্য বিপণনে শতভাগ সততা নিশ্চিত করতে হবে, যেন গ্রাহক ক্ষতিগ্রস্ত না হয়। আর গ্রাহককেও সচেতন হতে হবে এবং নির্ধারিত পণ্য গ্রহণে ইচ্ছুক থাকতে হবে, যেন বিপণন প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত না হয়। এই বিষয়গুলো মাথায় রেখে আগালে ক্রেতা-বিক্রেতা উভয়ে ঝুঁকিমুক্ত থাকবে। বক্তারা আরো বলেন, সঠিক কর্ম পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে মানুষ শেকড় থেকে শিখরে উঠতে পারে। আধুনিক বিশ্বায়নের এই যুগে পৃথিবী এখন হাতের মুঠোয় ইন্টারনেটের বদৌলতে দৈনন্দিন কাজকর্ম অনেক সহজতর হয়েছে। ঘরে বসে যেকোনো পণ্য অনলাইনে অর্ডার করলে তা ক্রেতার হাতের নাগালে পৌঁছে দেওয়া হচ্ছে। ফোর-ই কমিউনিটি মার্কেটিং কোম্পানি নিত্য প্রয়োজনীয় সামগ্রী অনলাইনে অর্ডারের ভিত্তিতে ক্রেতাদের হাতের নাগালে পৌঁছে দেবে এই লক্ষ্য নিয়ে তাদের পথ চলা শুরু করেছে। ইতিমধ্যে এই কোম্পানির সাথে ১২০টি উৎপাদন প্রতিষ্ঠান সংযুক্ত হয়েছে। যারা নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো বাজারজাত করে।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা