পরিস্হিতি২৪ডটকম : মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের ঘোষণা অনুযায়ী ২০২০-২০২১ মুজিব বর্ষ উদযাপন হবে সমগ্র বাংলাদেশ তথা সারা বিশ্বে মুজিব বর্ষ উদযাপন উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী ১ কোটি গাছ রোপন করার ঘোষণা দিয়েছেন। প্রত্যেক সামাজিক, সাংস্কৃতিক, সংগঠন, সংগঠক এ কর্মসূচীতে অংশ গ্রহণ করা উচিত। আমার জানামতে চট্টল ইয়ূথ কয়ার দীর্ঘ বছর ধরে কালুরঘাট বেতার কেন্দ্রের সামনে বঙ্গবন্ধু ভাস্কর্য ও স্বাধীনতার স্মৃতি সৌধ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এটি বাস্তবায়নে সরকারী সিদ্ধান্তের প্রয়োজন হবে। ৮ ফেব্রুয়ারি বিকাল ৩.৩০ ঘটিকায় কালুরঘাট বেতার কেন্দ্রের আঞ্চলিক প্রকৌশলীর অফিস কক্ষে মতবিনিময় সভায় প্রকৌশলী ভাস্কর দেওয়ান উপরোক্ত বক্তব্য রাখেন। মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব এস.কে.দেব সজল। স্বাগত বক্তব্য রাখেন যুবলীগ নেতা মোহাম্মদ নুরুল আব্বাস। কয়ার মহাসচিব অরুণ চন্দ্র বণিকের সঞ্চালনায় আলোচনায় অংশগ্রহণ করেন যুবলীগ নেতা মোহাম্মদ সেলিম সরোয়ার, বীরমুক্তিযোদ্ধা প্রদ্যুৎ বড়ুয়া, বিশিষ্ট শিক্ষাবিদ হারাধন দাশ, সমাজসেবী সাগর চন্দ্র দে, এম. লোকমান হাকিম, সুজিত দাশ অপু, মোহাম্মদ ইমরান, সুজিত চৌধুরী মিন্টু, মোহাম্মদ ইয়াছিন, মোহাম্মদ পারভেজ, মোহাম্মদ মনির, মোহাম্মদ হাসান জামাল প্রমূখ। আলোচনায় কালুরঘাট বেতার কেন্দ্রের প্রকৌশলী নিতাই আচার্য উপস্থিত ছিলেন।
প্রেস বিজ্ঞপ্তি