পরিস্হিতি২৪ডটকম : নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষা আন্দোলনের অগ্রদূত ও শিক্ষক সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক, ব্রিটিশবিরোধী আন্দোলনের কারাবরণকারী শিক্ষক নেতা মওলভী সৈয়দ সুলতান আহমদের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ১৮ জানুয়ারি সকালে শাহী আবাসিক এলাকাস্থ সংগঠনের কার্যালয়ে বিশিষ্ট লেখক-গবেষক সোহেল মো. ফখরুদ-দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও লেখক মাওলানা রেজাউল করিম তালুকদার। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ নূর হোসেন। আলোচনায় অংশগ্রহণ করেন মোহাম্মদ আলমগীর হোসেন, সিরাজুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ মহিউদ্দিন, মোহাম্মদ সাজিদ, মোহাম্মদ সাফায়েত উদ্দিন প্রমুখ। সভায় বক্তারা বলেছেন, নিখিল বঙ্গ প্রাথমিক শিা আন্দোলনের অগ্রদূত ছিলেন চট্টগ্রামের কৃতিপুরুষ মওলভী সৈয়দ সুলতান আহমেদ। তিনি আজীবন ব্রিটিশবিরোধী আন্দোলন করেছেন। বিদেশি পণ্য বর্জন করে আজীবন খদ্দরের কাপড় পরিধান করেছেন। নেতাজি সুভাষচন্দ্র বসু ও মহাত্মা গান্ধীর অহিংস আন্দোলনের সাথে তিনি জড়িত ছিলেন। শেরে বাংলা এ কে ফজলুল হকের কৃষক প্রজা পার্টির অন্যতম নেতা ছিলেন। বক্তারা চট্টগ্রামের এই কৃতিপুরুষের জন্মভূমি সাতকানিয়া উপজেলা সদরে যে কোনো একটি রাস্তা কিংবা শিক্ষা প্রতিষ্ঠানের মওলভী সৈয়দ সুলতানের নামে নামকরণের দাবি জানান। এই বিষয়ে সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব ও পৌরসভার মেয়র মোহাম্মদ জোবায়েরের সুদৃষ্টি কামনা করেন।
প্রেস বিজ্ঞপ্তি