বাংলাদেশ, , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

সুখপ্রভা সিকদার রত্নগর্ভা মায়ের উজ্জ্বল দৃষ্টান্ত : ডঃ ইফতেখার উদ্দিন চৌধুরী

  প্রকাশ : ২০১৮-১২-১৬ ১১:৪৪:৪৫  

পরিস্হিতি২৪ডটকম : একজন মা সবসময় তার সন্তানদের মানবিক গুণাবলী সম্পন্ন ও সুশিক্ষিত ব্যক্তি হিসেবে গড়ে তোলার সর্বোচ্চ চেষ্টা করেন। মা নাই যার সংসার অরণ্য তার। নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন,“ তুমি আমাকে শিক্ষিত মা দাও, আমি তোমাকে শিক্ষিত জাতি দিবো। একজন মা একটি সংসারে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুখপ্রভা শিকদার তার সংসার জীবনে সেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। যার ফলশ্রুতিতে তার সন্তানেরা আজ স্ব-স্বক্ষেত্রে প্রতিষ্ঠিত। সুখপ্রভা সিকদার একজন রত্নগর্ভা মায়ের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডঃ ইফতেখার উদ্দিন চৌধুরী সুখপ্রভা সিকদারের শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।

সুখপ্রভা সিকদার উদযাপন কমিটি কর্তৃক আয়োজিত গত ১৫ ডিসেম্বর শনিবার বিকাল ৪ টায় নগরীর জেলা পরিষদ মিলনায়তনে এড.নীলু কান্তি দাশ নিলমণী’র সভাপতিত্বে ও শোকসভা উদযাপন কমিটির সদস্য সচিব ডা. জামাল উদ্দিনের সঞ্চালনায় উক্ত শোক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনি। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত ও পালি বিভাগের প্রধান প্রফেসর ডঃ জিনবোধি ভিক্ষু, বিজয়’৭১এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডা. আর কে রুবেল, সভাপতি সজল চৌধুরী ও কার্যকরী সভাপতি জসিম উদ্দিন চৌধুরী।

এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রকৌ. স্বপন কুমার শিকদার, প্রকৌ. টিকে শিকদার, ডা. সঞ্জয় কুমার সিকদার, স ম জিয়াউর রহমান, উপাধ্যক্ষ শিপ্রা সিকদার, মুক্তিযোদ্ধা অমর কান্তি দত্ত, সজল দাশ, রাজীব চক্রবর্তী, বেলাল হোসেন উদয়ন, ডা. এস কে পাল সুজন, ডা. এস এম কামরুজ্জামান, সঞ্জয় সরকার, সুরেশ কান্তি দাশ, রতন দাশ, প্রণব মজুমদার, সমিরন পাল, সুমন চক্রবর্তী, মোঃ জহির, মোঃ ইয়াসিন, চন্দনা রানী সিকদার, সঞ্চিতা সিকদার, স্বপ্না শিকদার প্রমূখ।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা