বাংলাদেশ, , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

সার্বজনীন সূর্যগিরি আশ্রম দুর্গাপূজা উদ্যাপন পরিষদের বৃক্ষরোপণ কর্মসূচি

  প্রকাশ : ২০২০-০৭-১৩ ১৬:৫৮:৩৩  

পরিস্হিতি২৪ডটকম : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সকল মন্দির-সেবালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ উপলক্ষে সার্বজনীন সূর্যগিরি আশ্রম দুর্গাপূজা উদ্যাপন পরিষদের উদ্যোগে হাইদচকিয়া সূর্যগিরি আশ্রম দুর্গা মন্দির প্রাঙ্গণে বনজ, ফলজ, ঔষধি গাছের ৭০০টি চারা বিতরণ করা হয় এবং তাৎণিকভাবে ১০০টি চারা মন্দির প্রাঙ্গণে রোপণ করা হয়। এ সময় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের সভাপতি পণ্ডিত তরুণ কুমার আচার্য কৃষ্ণ। এ সময় আরো উপস্থিত ছিলেন শিক্ষিকা অর্চনা রানী আচার্য, কৃষ্ণকলি আচার্য, তূর্ণা আচার্য, রূপনা আচার্য, বন্ধন আচার্য, লালু চক্রবর্তী, মানিক বড়ুয়া, নয়ন দাশ, হিরণ দাশ, মুক্তা দাশ, সঙ্গীতা দাশ, স্পন্দন আচার্য, আবু বড়ুয়া, নবনীতা আচার্য পিউ, ঝন্টু শীল, বিজন শীল, রুবেল শীল, রণা শীল, আলো বড়ুয়া, লালন আচার্য, দুর্জয় আচার্য, সুজয় আচার্য, অজয় আচার্য প্রমুখ।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা