বাংলাদেশ, , বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫

রোটার‍্যাক্ট ক্লাব অব চিটাগাং এর নতুন কমিটি গঠিত

  প্রকাশ : ২০২৪-০৬-২২ ১১:৩৬:০৬  

পরিস্থিতি২৪ডটকম : রোটার‍্যাক্ট ক্লাব অব চিটাগাং এর এক বিশেষ সভার মধ্য দিয়ে বার্ষিক নির্বাচন (২০২৪-২৫) ২৩ই মে, ২০২৪ ইং অনুষ্ঠিত হয় এবং নতুন বোর্ড গঠিত হয়। এতে রোটার‍্যাক্টর এমরান আহমেদ তামিম সভাপতি এবং রোটার‍্যাক্টর আজিজুল হক সচিব পদে নির্বাচিত হয়। উক্ত নির্বাচনে ক্লাবের সাবেক সভাপতি শাহাদাত হোসেন মুন্না প্রধান নির্বাচন কমিশনার এবং আনিসুল ইসলাম রিয়াদ নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন। ২০২৪-২৫ রোটাবর্ষের জন্য মনোনিত ক্লাবের অন্যান্য সদস্যরা হলেন যথাক্রমে- সদ্য সাবেক সভাপতি মোহাম্মদ আরিফুর রহমান, সহ-সভাপতি আশেক রসুল রাহাত, সহ-সভাপতি আশরাফুল হক আকিব, যুগ্ম সচিব সুষ্মিতা মজুমদার, যুগ্ম সচিব আবদুর রহমান ফারসি, কোষাধ্যক্ষ- মোঃ তৌকিবুল আলম চৌধুরী ,সম্পাদক- ফারহানুল আলম,পরিচালক (ক্লাব সেবা) নুরাইবি আলম নাইলা, পরিচালক (পেশা উন্নয়ন) নাজমুল হক হৃদয় ,পরিচালক (সমাজ সেবা) সাজিদ বিন দিদার, পরিচালক (আন্তর্জাতিক সেবা)আবরার মাহি, পরিচালক (আইসিটি) মুহিতুল হাসিব, সার্জেন্ট এট আর্মস মেহেদী হাসান গাজী। উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন ক্লাবের এডভাইজর ও চিফ ট্রেইনার সাবেক সভাপতি শফিকুল ইসলাম রিফাত, জোবাইদুল আলম ফরহাদ, সাগর সেন, আজাদ খান।
নব নির্বাচিত সভাপতি ২০২৪-২৫ এর জন্য প্রতিপাদ্য দেন “Dream, Believe, Fix your destiny & Achieve your destination “। নব নির্বাচিত কার্যকরী পরিষদ আগামী ১লা জুলাই হতে দায়িত্ব গ্রহণ করবেন বলে জানানো হয়। উল্লেখ্য ১৯৭৮ সালে রোটার‍্যাক্ট ক্লাব অব চিটাগাং প্রতিষ্ঠাতা সভাপতি ডাঃ আব্দুল ওয়াহেদ আল মামুন এর মাধ্যমে ও রোটারি ক্লাব অব চিটাগাং এর অভিভাবকত্বে প্রতিষ্ঠিত হয়।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা