পরিস্হিতি২৪ডটকম : রাশিয়ায় উরাল পর্বতমালা সংলগ্ন মাগনিতোগোরস্ক শহরের এক বহুতল ভবনে গ্যাস বিস্ফোরণে কয়েকজন হতাহত হয়েছে, ৭৯ ব্যক্তি নিখোঁজ হয়েছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ জনে।
সোমবার ওই দুর্ঘটনার পর রাশিয়ার বার্তা সংস্থা স্পুৎনিককে চেলিয়াবিনস্ক রাজ্যের ডেপুটি গভর্নর ওলেগ ক্লিমভ বলেন, ‘ধ্বংসস্তূপ থেকে এখন পর্যন্ত ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।’
তবে বাকি ৭৯ জন নিখোঁজ মানুষের ভাগ্যে কি ঘটেছে তা এখনো নিশ্চিত নয় বলে জানিয়েছেন ক্লিমভ। এছাড়া দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে বলেও জানিয়েছেন তিনি।এদিকে মাগনিতোগোরস্ক শহরের ওই বিস্ফোরণস্থল পরিদর্শনে গিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
সোমবার স্থানীয় সময় সকাল ৬টায় ওই গ্যাস বিস্ফোরণ ঘটে বলে জানা যায়। এই ঘটনায় ১০ তলা ভবনের ৪৮টি এপার্টমেন্ট ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। বলা হচ্ছে ওই এপার্টমেন্টে প্রায় ১২০ জন মানুষ থাকত। তবে নতুন বর্ষ বরণের জন্যও কিছু মানুষ বাইরে থাকতে পারে। সেখানে এখনো উদ্ধারকাজ চলছে।
All right reserved poristhiti24.com 2018-2022.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত ও পরিস্থিতি২৪ডটকম লিমিটেড (রেজি. নং-১২৮৯৩১) দ্বারা পরিচালিত ।