পরিস্হিতি২৪ডটকম : এক সময় বাংলা চলচ্চিত্রের খুবই দুরাবস্থা ছিল। অশ্লীলতায় ছেয়ে গিয়েছিল সিনেমা। চলছিল কপি-পেস্ট। এই সময়ে জনপ্রিয় অভিনেত্রী ছিলেন মুনমুন। কিন্তু অশ্লীলতা জেঁকে বসায় চলচ্চিত্র থেকে আস্তে আস্তে দূরে সরে যেতে থাকেন তিনি।
দীর্ঘ বিরতির পর আবারো ফিরে আসছেন এই অভিনেত্রী। ‘রাগী’ নামের একটি ছবিতে তাকে দেখা যাবে। মিজানুর রহমান মিজান পরিচালিত এই ছবির কাজ শুরু হয় ২০১৭ সালে। তবে তা মাঝখানে বন্ধ হয়ে যায়। চলতি বছরের গত সপ্তাহ থেকে আবারো শুটিং শুরু হয় ছবিটির।
মুনমুন অভিনীত বেশ কিছু চলচ্চিত্রে নগ্নতা দেখা গেলেও তিনি দাবি করেন কোনো চলচ্চিত্রে নগ্নভাবে তিনি অভিনয় করেননি।
মুনমুন বাংলা চলচ্চিত্রের অধিকাংশ নায়কের সঙ্গে অভিনয় করেছেন। তার সঙ্গে শাকিব খানের জুটি একসময় খুব জনপ্রিয় হয়েছিল। শাকিব খানের প্রথম ব্যবসা সফল চলচ্চিত্র ‘বিষে ভরা নাগীন’ এ নায়িকা ছিলেন মুনমুন।
১৯৯৫ সালে শহীদুল ইসলাম খোকন পরিচালিত ‘লম্পট’ ছবির মাধ্যমে রুপালি পর্দায় অভিষেক হয় মুনমুনের। এরপর প্রায় ৮৫টির মতো ছবিতে অভিনয় করেছেন
All right reserved poristhiti24.com 2018-2022.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত ও পরিস্থিতি২৪ডটকম লিমিটেড (রেজি. নং-১২৮৯৩১) দ্বারা পরিচালিত ।