“সুফি সাধকদের জীবনগাথা তাসাউফের মর্মকথা” গ্রন্থের মোড়ক উম্মোচনে ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল : মহান সুফী সাধকগণ তাঁদের স্বীয় কর্ম দ্বারা পথভ্রষ্টদের আলোর দিশারী হন
পরিস্হিতি২৪ডটকম : অসাম্প্রদায়িক মানবিক সমাজ গঠনে একটি আদর্শ গ্রন্থ “সুফি সাধকদের জীবনগাথা তাসাউফের মর্মকথা” গ্রন্থের মোড়ক উম্মোচন করলেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিষ্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। সম্প্রতি নাসিরাবাদ সরকারী বালক উচ্চ বিদ্যালয়ে এক অনারম্ভর অনুষ্ঠানে মোড়ক উম্মোচন কালে তিনি বলেন, কালের দূরত্বে মহান সৃষ্টিকর্তার আদর্শ থেকে মানবজাতি যখন তাঁর পরিচিতি জ্ঞান ও প্রেমপ্রীতি ভূলে বসে তখন মানবকুলের পথহারাদের স্মৃতি, প্রীতি-প্রেম-প্রেরণায় উদ্বুদ্ধ করে তাঁর সঠিক পথে ঠিকানা দেন এই সুফি সাধকরাই। মহান সুফী সাধকগণ তাঁদের স্বীয় কর্ম দ্বারা পথভ্রষ্টদের আলোর দিশারী হন। তিনি আরো বলেন, গ্রন্থটির বিষয়াবলিতে সুফি সাধকদের নিয়ে যে বর্ণনা তা বইটিকে অনেক সমৃদ্ধি করেছে। লেখকের লেখায় সুফিবাদ, আধ্যাত্মিকতার বিষয়ে একটি গ্রহণযোগ্য দৃষ্টিভঙ্গি প্রস্ফুটিত হয়েছে। যা পাঠকগণকে মুগ্ধ করবে বলে আমার দৃঢ় বিশ্বাস। জীবনের গতিপথে চাকুরীরত লেখক লায়ন ডাঃ বরুণ কুমার আচার্য বলাই নিজের জীবনধর্মে আধ্যাত্মিক পদচারণায় যে সময়টুকু কাজে লাগিয়ে যে সৃষ্টি-কর্ম করে যাচ্ছেন এবং লেখা-লেখিতে মনোনিবেশ রয়েছেন তা অত্যন্ত নন্দিত ও প্রশংসার দাবিদার। এতে উপস্থিত ছিলেন চবি উপ-উপাচার্য প্রফেসর ড. শিরিন শারমীন। উক্ত প্রকাশনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শাহজাদা সৈয়দ মোহাম্মদ মুনতাছির জিয়া, অধ্যপক এ ওয়াই এম জাফর, মাইজভাণ্ডারী গবেষক ড. সেলিম জাহাঙ্গীর, মাইজভাণ্ডারী একাডেমির সভাপতি চবি’র ফলিত ও রসায়ন ক্যামি কৌশল বিভাগের প্রফেসর ড. হেলাল উদ্দিন, একাডেমির সাধারন সম্পাদক অধ্যাপক মীর মোহাম্মদ তরিকুল আলম, মোহাম্মদ আশরাফুজ্জামান আশরাফ, চিত্রনায়ক রিয়াজ, মোহাম্মদ বখতেয়ার, শিক্ষিকা অর্চ্চনা রাণী আচার্য, পণ্ডিত তরুণ কুমার আচার্য, অমর শর্মা, নিলু দাশ, রূপন দাশ, আবু শাহাদাত সায়েম সুমন, মোহাম্মদ সাজ্জাদ প্রমূখ।
প্রেসবিজ্ঞপ্তি