পরিস্হিতি২৪ডটকম : খাবারে যতই আধুনিকতা আসুকনা কেন, সব রকমের খাবার যেন ভেজালমুক্ত ও মানসম্পন্নহয়, তা নিশ্চিত করতে হবে। শুধু তাই নয় স্মার্ট খাবারের নামে যারা অস্বাস্থ্যকর খাবার বিক্রি ও পরিবেশন করে তাদের কঠোর শাস্তির আওতায় আনতে হবে।সোমবার ২৭ জানুয়ারী রাতে চট্টগ্রামের জিইসি সানমার সংলগ্ন সিঙ্গাপুরের বিখ্যাত চেইন কফিশপ সান্তিনোর এক বছরপূর্তিতে ” বিশুদ্ধ খাবারের নিশ্চয়তা” শীর্ষক এক কর্মশালায় এ কথা বলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান। অনুষ্ঠানে উপস্থিত সবাইকে দেশ বিদেশর বিভিন্ন কফির পুষ্টিমান নিয়ে ধারনা দেওয়া হয়। খাবারকে কিভাবে বৈজ্ঞানিকভাবে টাটকা রাখা হয় তা পরিবেশন করা হয়। সান্তিনোক্যাফের স্বত্বাধিকারী সমাজসেবী রোটারিয়ান জাকারিয়া সোহেলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী,উদ্ভোধক ছিলেন সাংবাদিক আবুসুফিয়ান, চট্টগ্রাম সিটি কর্পোরেশন সচিব আবুলহাসেম, বাগমনিরাম কাউন্সিলার গিয়াসউদ্দিন,রোটারিয়ান পিপি এ্যাডভোকেটউত্তম দত্ত, পিআইবি ইনেসপেক্টর আবু জাফর মো. ওমর ফারুক, মো. মোজাম্মেল হক,নওশাদ মাহামুদ রানা,বাংলাদেশ মুক্তিযোদ্ধা পরিবারের চেয়ারম্যান মো.জসিমউদ্দিন,এসএমশফি,এ্যাড. আলী আকবর, আরো উপস্থিত ছিলেন ওলিউদ্দিন, এ এম কুতুবী,মো.ফরহাদ, মো.আশরাফ।
প্রেস বিজ্ঞপ্তি