পরিস্হিতি২৪ডটকম : এবার সাংবাদিককে যৌন হয়রানি করার অভিযুক্ত উঠেছে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের বিরুদ্ধে। সম্প্রতি কনজারভেটিভ পার্টির বার্ষিক সম্মেলনে সামনে আসে এই অভিযোগ।
ওই সাংবাদিক জানিয়েছেন, ১৯৯৯ সালে হাই আপ ম্যাগাজিন লঞ্চের সময় তাকে যৌন হয়রানি করেছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে ব্রিটিশ ক্যাবিনেট।
শুধু যৌন হয়রানির অভিযোগই নয়, লন্ডনের মেয়র থাকাকালীন নিজের বন্ধু মার্কিন ব্যবসায়ী জেনিফার আককুরিকে বিশেষ সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। ব্রিটিশ সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, আরকুরির সঙ্গে তার সম্পর্কের কারণে সরকারি সংস্থার হাজার হাজার পাউন্ড তছরুপের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এমনকি, মহিলা সাংসদদের প্রতি তার আচরণ নিয়েও প্রশ্ন উঠেছে বিভিন্ন সময়ে।
গত সপ্তাহান্তে ছিল #মিটু আন্দোলনের দ্বিতীয় বার্ষিকী। সেই দিনই সানড টাইমস পত্রিকায় নিজের ভয়াবহ অভিজ্ঞতার কথা জানিয়েছেন কলামিস্ট শার্লো এডওয়ার্ডেস।
All right reserved poristhiti24.com 2018-2022.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত ও পরিস্থিতি২৪ডটকম লিমিটেড (রেজি. নং-১২৮৯৩১) দ্বারা পরিচালিত ।