বাপউস’র পরিবেশ দিবসের সভায় বক্তারা :
চট্টগ্রামে আরেকটি পাহাড় ও নদ-নদীতে খুন্তি সাবলের আঘাত আসলে সর্বস্তরের জনতা তা প্রতিহত করবে
পরিস্থিতি২৪ডটকম : বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ পরিবেশ উন্নয়ন সোসাইটি (বাপউস)-এর আয়োজনে ৫ জুন ২০২২, রবিবার বিকাল ৩ ঘটিকায় চট্টগ্রাম নগরীর এশিয়ান এসআর হোটেল অডিটরিয়ামে বিপন্ন পরিবেশ রক্ষায় আমাদের করণীয় শীর্ষক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়। বাপউস-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এ কে এম আবু ইউসুফ-এর সভাপতিত্বে এই মুক্ত আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। মূখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইপসা’র সহকারী পরিচালক মোহাম্মদ শহিদুল ইসলাম। আলোচনায় অংশগ্রহণ করেন, বাংলাদেশ পরিবেশ সুরক্ষা আন্দোলনের সাধারণ সম্পাদক এম.এ হাসেম রাজু, চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি সোহেল মুহাম্মদ ফখরুদ-দীন, ব্যাংকার লায়ন দুলাল কান্তি বড়ুয়া, রাজনীতিবিদ মাস্টার আবুল হোসেন, লায়ন আবু তাহের, সংগঠক সাংবাদিক লায়ন আবু ছালেহ,সংগঠক স ম জিয়াউর রহমান, প্রকৌশলী সোমেন বড়ুয়া, প্রবীন রাজনীতিবিদ অমর কান্তি দত্ত,লায়ন বরুণ কুমার আচার্য বলাই, কবি আজিজুল ইসলাম চন্দনাইশী, সাংবাদিক কে এম ইউসুফ, ব্যাবসায়ী এস.এম পারভেজ, দেলোয়ার হোসেন মানিক, নাজমুল হক শামীম, অধ্যাপক রিপন চক্রবর্তী, সংগঠক মাওলানা মো. শিবলী নোমানী, ইউসুফ জালাল,মোঃহানিফ প্রমূখ। আলোচনায় সভায় বিজ্ঞ আলোচকগণ বলেছেন, চট্টগ্রামের আরেকটি পাহাড়ে খুন্তি সাবলের আঘাত আসে ও নদ-নদীকে দূষণ এবং অবৈধ দখল করা হয়, তখন চট্টগ্রামবাসী তা পরিবেশ রক্ষার স্বার্থে প্রতিহত করবে। বক্তারা আরো বলেছেন, হাজার বছরের প্রাচীন চট্টগ্রামের পাহাড়, নদ-নদী ও জলাশয়গুলো ক্ষতবিক্ষত হয়ে গেছে কতিপয় পাহাড় খেকো এবং অবৈধ দখলদারের কারণে। এই বিষয়ে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হলে সামনে পাহাড় ও নদ-নদী রক্ষা পাবে। কর্ণফুলী একটি ঐতিহ্যবাহী নদী। এই নদীর দূষণ রোধে সকলকে সচেতন হতে হবে। মানবসৃষ্ট বর্জ্যরে কারণে যে হারে কর্ণফুলী নদীর দূষণ বেড়েছে তা রোধ করতে না পারলে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে। তাছাড়াও মানবসভ্যতার অস্তিত্বরক্ষায় প্রতিবেশ-সংরক্ষণ এবং অবক্ষয়িত পরিবেশ পুনরুদ্ধারের কোনো বিকল্প নেই। এই বিষয়ে সকলের সচেতনতা প্রয়োজন।
প্রেস বিজ্ঞপ্তি