পরিস্হিতি২৪ডটকম : আজকের এই বাংলাদেশ লাখো শহীদদের আত্মত্যাগের বিনিময়ে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে বিশ্ব মানচিত্রে পেয়েছে লাল সবুজের পতাকা। শুধু বিজয় দিবসে নয়, প্রতিটি দিন মুহূর্ত ক্ষণে লাখো শহীদের আত্মত্যাগের কথা স্মরণ করতে হবে। তাদের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি ৫৬ হাজার বর্গমাইলের এ মৃত্তিকা, ফসলি জমি, সবুজ প্রকৃতি, আর লাল সূর্য। দীর্ঘ ৯ মাস রক্তয়ী যুদ্ধ শেষে ১৬ ডিসেম্বর অহংকার আর অর্জনের বিজয় উল্লাসে মেতে ছিল পুরো বাংলাদেশ। শোষণ আর বঞ্চনার শিকল ছিঁড়ে মানুষে মানুষে সাম্য আর সম্প্রীতি প্রতিষ্ঠায় বিশ্বের বুকে যে দেশটির জন্ম হয়েছিল, সেটি আজ হাঁটছে উন্নয়নের মহাসড়কে। কিন্তু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মাধ্যমে সেই পতাকা কলঙ্কিত হয়েছে। তাই মুক্ত বাতাসে কখনো বিজয়ের প্রকৃত স্বাদ নিতে পারেনি বাংলাদেশের ১৬ কোটি মানুষ। বর্তমান সরকার যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে দেশকে কলঙ্কমুক্ত করায় আজ বিজয়ের ৪৭তম বর্ষে লাল সবুজের মহোৎসব করছে বাংলাদেশের জনগণ। বিজয়’৭১এর উদ্দ্যেগে আয়োজিত প্রদীপ প্রজ্জ্বলন ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী এসব কথা বলেন। গত ১৬ ডিসেম্বর রবিবার বিকাল ৪টায় চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে বিজয়’৭১এর উদ্দ্যেগে অয়োজিত প্রদীপ প্রজ্জ্বলন ও আলোচনা সভা সংগঠনের সাধারণ সম্পাদক ডা.জামাল উদ্দিনের সঞ্চালনায় ও সজল চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এম এ রশীদ, বিজয়’৭১এর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডা.আর কে রুবেল,কার্যকরী সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, মুক্তিযোদ্ধা অমর কান্তি দত্ত,ডিজিটাল পাবলিসিটি কাউন্সিলের সাধারণ সম্পাদক স ম জিয়াউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন রাজীব চক্রবর্তী, মিলন কান্তি দেবনাথ, ডা.এস কে পাল সুজন, ডা. আয়াজ, মিলন বারিকদার, সুরেষ দাশ,জনি, বাবর মুনাফ, রোজী চৌধুরী, শাহনাজ আক্তার, রমিজ মোরশেদ প্রমূখ। প্রদীপ প্রজ্জ্বলন ও আলোচনা সভা শুরুর পূর্বে বিজয়’৭১ এর পক্ষ হতে বীর শহীদ সেনানী ও মুক্তিযোদ্ধাদের ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তি