বাংলাদেশ, , রোববার, ৫ জানুয়ারী ২০২৫

বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ বাকলিয়া থানা শাখা কমিটি গঠিত

  প্রকাশ : ২০১৯-০৩-২৬ ১৯:২৩:৩৬  

পরিস্হিতি২৪ডটকম : বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ বাকলিয়া থানা শাখার নবগঠিত কার্যকরী কমিটি পূর্ণাঙ্গ করার লক্ষ্যে এক সভা কে বি আমান আলী রোডস্থ মেরন সান স্কুল অ্যান্ড কলেজের হলরুমে গত শনিবার বিকাল ৫ টায় অত্র শাখার সভাপতি ডা. তপন চন্দ্র দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিতাই প্রসাদ ঘোষ।

উক্ত সভায় অত্র পরিষদ এর কার্যকরী কমিটি ২০১৯-২১ ইং গঠন করা হয়। এতে ডা. তপন চন্দ্র দাশ কে সভাপতি ও ডা. লিটন বিশ্বাসকে সাধারণ সম্পাদক করে ৭১ সদস্য সদস্যা বিশিষ্ট কমিটি অনুমোদন করা হয়।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি ডা. অপূর্ব ধর, সহ-সভাপতি অলক দাশ, সুমিত চক্রবর্তী ও বটন নন্দী। যুগ্ম সাধারণ সম্পাদক ডা. এস কে পাল সুজন ও ডা. তাজু কুমার বড়ুয়া। অর্থ সম্পাদক প্রভাষক সুজন কান্তি দত্ত, সাংগঠনিক সম্পাদক সুকুমার চৌধুরী, মহিলা সম্পাদিকা স্বপ্না চক্রবর্তী’র নাম ঘোষণা করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা