বাংলাদেশ, , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

বর্তমান উন্নত বিশ্বে ভেষজ চিকিৎসা পদ্ধতি সাড়া জাগিয়েছে : মইন উদ্দীন খান বাদল

  প্রকাশ : ২০১৯-০২-১৮ ১৩:৫৮:৩১  

ভেষজ চিকিৎসা বিষয়ক গ্রন্থ “প্রতিদিনের সুস্থতায় প্রাকৃতিক চিকিৎসা”র সৌজন্য কপি প্রদান কালে মইন উদ্দীন খান বাদল এমপি : বর্তমান উন্নত বিশ্বে ভেষজ চিকিৎসা পদ্ধতি সাড়া জাগিয়েছে

পরিস্হিতি২৪ডটকম : ভেষজ বা হারবাল চিকিৎসা পদ্ধতির নানান বিষয় নিয়ে ঘরোয়াভাবে চিকিৎসা ব্যবস্থার সহায়ক গ্রন্থ “প্রতিদিনের সুস্থতায় প্রাকৃতিক চিকিৎসা” গ্রন্থটির সৌজন্য কপি শনিবার চট্টগ্রাম-৮ আসন নির্বাচিত মাননীয় সংসদ সদস্য মইন উদ্দীন খান বাদলকে চান্দগাঁও আবাসিক এলাকার এমপি কার্যালয়ের কনফারেন্স হলে প্রদান করা হয়। এই সময় উপস্থিত ছিলেন গ্রন্থটির লেখক ডাঃ মোহাম্মদ জামাল উদ্দীন, বাংলাদেশ পরিবেশ উন্নয়ন সোসাইটি (বাপউস) চেয়ারম্যান এ কে এম আবু ইউসুফ, জি.কে গ্র“পের চেয়ারম্যান তছকির আহমদ, শিক্ষাবিদ প্রকৌশলী মোহাম্মদ হোসেন মুরাদ, নাজিম উদ্দীন, অনুতোষ দত্ত বাবু, পায়েল বড়ুয়া, শিশির মহাজন, অঙ্কিতা বড়ুয়া প্রমূখ। এই সময় সংক্ষিপ্ত আলোচনায় মইন উদ্দীন খান বাদল এমপি বলেন, আমাদের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভেষজ উদ্ভিদের মাধ্যমে যে চিকিৎসা দেওয়া হয় তাই মূলত হারবাল বা ভেষজ চিকিৎসা পদ্ধতি। এই চিকিৎসা ব্যবস্থা ৫ হাজার বছরেরও পুরাতন। বর্তমান উন্নত বিশ্বে এইসব হারবাল চিকিৎসা নিয়ে তৈরী হয়েছে ব্যাপক আগ্রহ এবং এই চিকিৎসা ব্যবস্থা উন্নত বিশ্বে সাড়া জাগিয়েছে। সেই ধারাবাহিকতায় বিভিন্ন রোগের সমাধানে ঘরোয়াভাবে চিকিৎসা পদ্ধতির জন্য প্রকাশিত এই গ্রন্থটি সংগ্রহে থাকলে সবার উপকারে আসবে। পরে তিনি গ্রন্থটির বহুল প্রচার কামনা করেন।



ফেইসবুকে আমরা