বাংলাদেশ, , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

বরকল ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় বর্ণাঢ্য আয়োজনে বর্ষব্যাপী বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর অনুষ্ঠানমালার উদ্বোধন

  প্রকাশ : ২০২০-০৩-১৮ ১৯:২৬:০৮  

পরিস্হিতি২৪ডটকম : চট্টগ্রাম জেলাধীন চন্দনাইশ উপজেলার ৪ নং বরকল ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন পরিষদের উদ্যোগে বঙ্গবন্ধুর শততম জন্মদিন পালন উপলক্ষে বরকল ইউনিয়ন পরিষদের সম্মুখে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজনের মাধ্যমে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক আনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ৪নং বরকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন পরিষদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. হাবিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা আবু আহমদ জুনু, বিশেষ অতিথি ছিলেন চন্দনাইশ পৌর আওয়ামী লীগের সভাপতি কায়সার উদ্দিন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদ্যাপন পরিষদের সদস্য সচিব ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফরিদুল আলম চৌধুরী, বরকল ইউনিয়নের মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ, ইউপি সদস্যবৃন্দ, আহছানুল হক ফারুকী, চন্দনাইশ আওয়ামী যুবলীগের আহ্বায়ক তৌহিদুল আলম, সাবেক ইউপি সদস্য মো. নাছির উদ্দীন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের নিয়ে বঙ্গবন্ধুর শততম জন্মদিনের কেক কাটেন বরকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো. হাবিবুর রহমান। বক্তারা হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতার মহানায়ক, বাঙালির অবিসংবাদিত নেতা, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিনের মাহেন্দ্রণে গভীর শ্রদ্ধায় স্মরণ করে বলেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে নানা সংগ্রামের ঘাত-প্রতিঘাতে একটি নিরস্ত্র জাতিকে ঐক্যবদ্ধ করে বিশ্বের পরাশক্তিদের মদদপুষ্ট সশস্ত্র পাক বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করে পরাধীন জাতিকে তিনি একটি স্বাধীন সার্বভৌম দেশ উপহার দিয়েছেন। আজ সারা বিশ্বে সগৌরবে উড়ছে বাংলাদেশের লাল-সবুজের পতাকা। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশের। বঙ্গবন্ধুর দেখানো পথ বেয়ে তাঁর যোগ্য উত্তরসূরি হিসেবে বর্তমান প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা দেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। বাংলাদেশ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুশাসন ও উন্নয়নের এখন বিশ্বে রোল মডেল। বঙ্গবন্ধুর শততম জন্মদিনে দেশবিরোধী সকল অপশক্তিকে পরাজিত করতে আগামী প্রজন্মকে বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণের আহ্বান জানান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিবু বড়ুয়া, আমানুল্লাহ চৌধুরী, যুবনেতা মুছা তসলিম, মুরিদুল আলম মুরাদ, আনছারুল হক, মো. রাশেদ, সেলিম চৌধুরী, মো. বাদশা, মাহবুব আলম, বাহাদুর শাহ ভান্ডারী, বেলাল হোসেন মিন্টু, এড. ফোরকান, আনিছুল হক মিঠু, শওকতুল ইসলাম, ছাত্রনেতা ইরফান সাদেক শুভ, মিজানুর রহমান, জাহিদুল ইসলাম, রিপু, তপু, হৃদয় প্রমুখ। পরে স্থানীয় ও অতিথি শিল্পীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা