সঠিক কর্ম পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে মানুষ শেকড় থেকে শিখরে উঠতে পারে : ফোর-ই কমিউনিটি মার্কেটিং এর কর্মশালায় এম মফিজুর রহমান সংবর্ধিত
পরিস্হিতি২৪ডটকম : অনলাইন মার্কেট প্লেস ফোর-ই কমিউনিটি মার্কেটিং এর আয়োজনে এক কর্মশালা আজ ৫ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার নগরীর বায়েজিদ থানাধীন অক্সিজেন মোড়স্থ এম রহমান এন্ড কোম্পানির কার্যালয়ে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্বে করেন এম রহমান এন্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক তরুণ ব্যবসায়ী উদ্যোক্তা এম মফিজুর রহমান। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফোর-ই কমিউনিটি মার্কেটিং এর চেয়ারম্যান এ, কে, এম, আবু ইউসুফ। কর্মশালায় অনলাইন মার্কেটিং এর বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন ডা. মোহাম্মদ জামাল উদ্দিন, সুজন দাশ, জিয়াউর রহমান, মুক্তি বড়ুয়া, অশোক দে, জুয়েল দাশ, হাবিবুর রহমান। উক্ত কর্মশালায় তরুণ উদ্যোক্তা হিসাবে ব্যবসায়ে অবদান রাখায় এম রহমান এন্ড কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক এম মফিজুর রহমানকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। সভায় বক্তারা বলেন, সঠিক কর্ম পরিকল্পনা ও সদিচ্ছা থাকলে মানুষ শেকড় থেকে শিকরে উঠতে পারে। আধুনিক বিশ্বায়নের এই যুগে পৃথিবী এখন হাতের মুঠোয় ইন্টারনেটের বদৌলতে দৈনন্দিন কাজকর্ম অনেক সহজতর হয়েছে। ঘরে বসে যেকোনো পণ্য অনলাইনে অর্ডার করলে তা ক্রেতার হাতের নাগালে পৌঁছে দেওয়া হচ্ছে। ফোর-ই কমিউনিটি মার্কেটিং কোম্পানি নিত্য প্রয়োজনীয় সামগ্রী অনলাইনে অর্ডারের ভিত্তিতে ক্রেতাদের হাতের নাগালে পৌঁছে দেবে এই লক্ষ্য নিয়ে তাদের পথ চলা শুরু করেছে। ইতিমধ্যে এই কোম্পানির সাথে ১২০টি উৎপাদন প্রতিষ্ঠান সংযুক্ত হয়েছে। যারা নিত্য প্রয়োজনীয় পণ্যগুলো বাজারজাত করে।
প্রেস বিজ্ঞপ্তি