বাংলাদেশ, , শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫

ফিলিপাইনে গির্জায় হামলার দায় স্বীকার আইএসের

  প্রকাশ : ২০১৯-০১-২৮ ২০:১০:২৮  

পরিস্হিতি২৪ডটকম : ফিলিপাইনের ক্যাথলিক গির্জায় বোমা বিস্ফোরণের ঘটনায় দায় স্বীকার করেছে আইএস৷ সোমবার সংগঠনটির দায় স্বীকারের কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র ভিত্তিক সংস্থা সাইট ইন্টেলিজেন্স৷ বেশ কিছুদিন চুপ থাকার পর আইএসের এই দায় স্বীকার অবাক করেছে আন্তর্জাতিক মহলকে। খবর ম্যানিলা বুলেটিন ও ডেইলি মেইলের।

রবিবার সকালে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলের ওই গির্জায় প্রার্থনা চলার সময় জোড়া বোমা হামলায় অন্তত ২০ জন নিহত হয়। গুরুতর আহত হয়েছে্ আরো ৭১ জন।

বিস্ফোরণে পর প্রাথমিকভাবে সন্দেহের তির ছিল ফিলিপাইনের জঙ্গি গোষ্ঠী আবু সায়াফের দিকে৷কারণ সেখানে নিজেদের ঘাঁটি তৈরি করেছে সংগঠনটি৷ তবে রোববার রাতেই ঘটনার দায় কাঁধে আইএস জঙ্গিরা৷

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ফিলিপাইনের সুলু প্রদেশের জোলোতে জোলো ক্যাথেড্রালে বিস্ফোরণ দুটি ঘটে। প্রথম বিস্ফোরণটি প্রার্থনা চলার সময় গির্জায় ঘটে এবং দ্বিতীয়টি গির্জার পার্কিং এলাকায় ঘটানো হয়।

খবরে বলা হয়, এ হামলায় বেসামরিক লোক ছাড়াও দেশটির নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছে। ম্যানিলা বুলেটিন জানায়, হামলায় নিহত সেনার সংখ্যা ৫ জন।



ফেইসবুকে আমরা