বাংলাদেশ, , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

ফটিকছড়িতে সত্যের জ্যোতির শীতবস্ত্র বিতরণ

  প্রকাশ : ২০১৯-১২-২৯ ২১:০৭:০৬  

পরিস্হিতি২৪ডটকম : অনলাইন ভিত্তিক একঝাক তরুণ-তরুণী নিয়ে গঠিত স্বেচ্ছাসেবী সংগঠন সত্যের জ্যোতি ব্লাড ব্যাংকের ২য় বারের মতো অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ, চট্টগ্রামের ফটিকছড়ি ২১নং খিরামে অনুষ্ঠিত হয়েছে। গত ২৮ ডিসেম্বর খিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে সংগঠনের প্রতিষ্ঠাতা শেখ মুহাম্মদ ইসমাইলের সভাপত্বিতে ও নাঈমের উপস্থাপনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নানুপুর আবু ছোবহান উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি ও জেলা আওয়ামীলীগ নেতা সৈয়দ মোহাম্মদ বাকের। বিশেষ অতিথি ছিলেন খিরাম ব্যবসায়ি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ শহিদুল্লাহ, খিরাম প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক মোহাম্মদ ইলিয়াছ মিয়া, খিরাম নুরুল উলুম আহমদিয়া রেজভীয়া মাদ্রাসার সুপার মাওলানা ইলিয়াছ, উপজেলা আওয়ামীলীগ নেতা ডাক্তার সাধন চন্দ্র শীল, খিরাম সরকারী নিকাহ রেজিস্টার কাজী মোহাম্মদ আজম, খিরাম প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ লোকমান, বীর মুক্তিযুদ্ধা বাবু সন্তুষ নাথ, মুক্তিযোদ্ধা আবুল কালাম, সত্যের জ্যোতির উপদেষ্টা সৈয়দ ইয়াজ, জেলা ছাত্রলীগ নেতা আসলাম হোসেন মামুন, উপজেলা ছাত্রলীগ নেতা সৈয়দ রানা, হোসাঈন মেম্বার, কালাম মেম্বার, সত্যের জ্যোতি ব্লাড ব্যাংক কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য কাইসার মাহমুদ, মোহাম্মদ আরিফ, শিরিন আক্তার, মহানগর শাখার সহ পরিচালক মোস্তফা আমিন, মোহাম্মদ জুয়েল, ফটিকছড়ি শাখার সহ-পরিচালক আরিফ, কার্যনির্বাহী সদস্য মনিরুল হক, সুস্মিতা বড়ুয়া, ২নং ওয়ার্ডের মেম্বার জসিম, ৪নং ওয়ার্ডের আনোয়ার মেম্বার, ৩নং ওয়ার্ডের মেম্বার আহমদুল্লাহ, ৫নং ওয়ার্ডের জব্বার, ৯নং ওয়ার্ডের রমজান আলি, আব্দুল্লাহ, সালাউদ্দীন, হায়দার, শেখ সেলিম, মোহাম্মদ মঈনুল ইসলাম পিয়ারু, খোরশেদুল আলম প্রমূখ। প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ মোহাম্মদ বাকের বলেন, আমাদের প্রত্যেক মানুষ দরকার যার যার অবস্থান থেকে যতটুকু সম্ভব স্বেচ্ছাসেবীদের সহযোগীতা করা। তাদের মাধ্যমে বর্তমান যে মানবসেবামূলক কাজগুলো হচ্ছে সত্যি প্রশংসার দাবি রাখে। স্বেচ্ছাসেবী তরুণ- তরুনীদের মাধ্যমে দেশের পরিবর্তন আনা সম্ভব। উক্ত অনুষ্ঠানের মাধ্যমে খিরাম পাহাড়ি দূর্গম এরিয়াতে ১০০ পরিবারকে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা