পরিস্হিতি২৪ডটকম : কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে কর্মরত পুলিশের অ্যাডিশনাল আইজিপি রওশন আরা সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। একইসঙ্গে এই ঘটনায় এসপি ফারজানা এবং তাদের গাড়িচালক আহত হয়েছেন।
জানা গেছে, কঙ্গোর স্থানীয় সময় রোববার (০৫ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একটি লরি রৌশন আরাকে বহনকারী গাড়িটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এসময় গাড়িতে থাকা পুলিশ সুপার ফারজানা এবং গাড়িচালক গুরুতর আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত রওশন আরা বাংলাদেশ সিভিল সার্ভিস উইমেন্স নেটওয়ার্কের প্রতিষ্ঠাকালীন নির্বাহী সদস্য এবং বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের সাবেক সভাপতি ছিলেন। আইএডব্লিউপি-এর ইন্টারন্যাশনাল স্কলারশিপ অ্যাওয়ার্ডে ভূষিত হন। তিনি এক কন্যা সন্তানের জননী।
বাংলাদেশ পুলিশের দ্বিতীয় নারী হিসেবে অতিরিক্ত আইজিপি পদে পদোন্নতি পেয়েছিলেন তিনি । রৌশন আরা বেগম, পিপিএম, এনডিসি ১৯৮৮ সালের ফেব্রুয়ারি মাসে পুলিশ ক্যাডারে যোগ দেন।
All right reserved poristhiti24.com 2018-2022.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত ও পরিস্থিতি২৪ডটকম লিমিটেড (রেজি. নং-১২৮৯৩১) দ্বারা পরিচালিত ।