বাংলাদেশ, , শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪

পাঠানিয়াগোদা মিলিনিয়াম মেডিকোতে ডা. নাজমা আকতারের ফ্রী চিকিৎসা ক্যাম্প

  প্রকাশ : ২০২৩-০৫-০৬ ১৬:০৩:৩৩  

পরিস্থিতি২৪ডটকম : নগরীর চসিক ৪ নং চান্দগাঁও ওয়ার্ডস্থ পাঠানিয়াগোদা বায়তুর নুর জামে মসজিদের সামনে মিলিনিয়াম মেডিকোতে ডা. নাজমা আকতার এর চেম্বার উদ্বোধন উপলক্ষে দুই দিন ব্যাপী ফ্রী চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন গতকাল ৫ মে ২০২৩ শুক্রবার বিকাল ৫ ঘটিকায় অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,দক্ষিন জেলা আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক সাইফুদ্দীন আহমেদ রবি, ৪ নং চান্দগাঁও ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাইফুদ্দীন খালেদ সাইফু, বিশিষ্ট ব্যাবসায়ী ও রাজনীতিবিদ চসিক মেয়রের ছোট ভাই সাইফুল করিম চেীধুরী,আওয়মীলীগ নেতা কফিল উদ্দীন,আওয়ামীলীগের কেন্দ্রীয় কৃষি ও সমবায় উপ কমিটির সদস্য মো: আলাউদ্দীন চেীধুরী মোর্শেদ,চসিক ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক সরওয়ার উদ্দীন,বাংলাদেশ পরিবেশ উন্নয়ন সোসাইটি(বাপউস) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সাংবাদিক এ কে এম আবু ইউসুফ, অনলাইন চট্টবাংলা টিভির সম্পাদক সাংবাদিক গেীতম চক্রবর্তী,ব্যাবসায়ী নাজিম উদ্দীন চেীধুরী বকুল, রাশেদুল আলম,মিলেনিয়াম মেডিকোর সত্বাধিকারী রাজু বড়ুয়া প্রমুখ।ডা. নাজমা আকতার এর পক্ষে মিলেনিয়াম মেডিকোর সত্বাধিকারী রাজু বড়ুয়া জানান যে, প্রতি শুক্র,শনি,সোম ও বুধবার বিকাল ৫.০০ টা–৯.০০টা পর্যন্ত ডা. নাজমা আকতার নিয়মিত রোগী দেখবেন ও গরীব অসহায় কুরআনে হাফেজ ও মসজিদের ইমাম ও মুক্তিযোদ্ধাদের জন্য সবসময় চিকিৎসা ফি ছাড় রাখা হবে।

প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা