বাংলাদেশ, , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

পরমায়ু প্রাঙ্গণের আয়োজনে মহান বিজয় দিবস উপলক্ষে বিজয় র‌্যালি, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা

  প্রকাশ : ২০১৯-১২-১৬ ২১:১৬:০৩  

পরিস্হিতি২৪ডটকম : পরমায়ু-নির্মল বায়ু, প্রাতভ্রমণ-সুস্থজীবন এই প্রতিপাদ্য নিয়ে গঠিত সামাজিক কল্যাণমুখী সংগঠন পরমায়ু প্রাঙ্গণের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে দিনব্যাপী কর্মসূচি পালন করা হয়। ১৬ ডিসেম্বর সোমবার সকালে এ এল এ খান উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ হতে কাপ্তাই রাস্তার মাথা পর্যন্ত বর্ণাঢ্য বিজয় র‌্যালি শেষে শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ এবং দুপুরে খেলাধুলা শেষে হক মার্কেট মোহরা মৌলভীবাজারস্থ সংগঠনের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি বিশিষ্ট সমাজসেবক,লাবিব মার্কেটিং কোম্পানীর চেয়ারম্যান,শিক্ষানুরাগী আলহাজ্ব মোহাম্মদ সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ হারুন-অর-রশীদ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন হাজী নুরুল আলম। এতে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ মোহাম্মদ রফিক আহমদ, পরমায়ু প্রাঙ্গণের ইনস্ট্রাক্টর ডা. মোহাম্মদ সেলিম, সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ হানিফ, সাংগঠনিক সম্পাদক ডা. এম.এ গোফরান হাসান, অর্থ সম্পাদক আবু শাদাত মো. সায়েম, ভ্যাট কর্মকর্তা রাহুল তালুকদার। এতে উপস্থিত ছিলেন মো. সাইফ উদ্দিন সাইফু, মো. ইলিয়াছ, হুমায়ুন কবির, মো. কবির উদ্দিন, মো. শফিউল আলম বাবু, আলী জাকের সেন্টু, মো. সাদ্দাম হোসেন জিমি প্রমুখ। বক্তারা বলেন, বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় দিন এই বিজয় দিবস। পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামে একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেওয়ার দিন। দীর্ঘ নয় মাস রক্তয়ী লড়াইয়ের পর লাখো শহীদের প্রাণের বিনিময়ে অর্জিত মহান এই বিজয় আমাদের জন্য অত্যন্ত গৌরবের। সভা শেষে ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় এবং পরমায়ু প্রাঙ্গণে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়ে সামাজিক দায়বদ্ধতা ও জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণের আহ্বান জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা