বাংলাদেশ, , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

পণ্ডিত নিরোদ লীলা গীতা বিদ্যাপীঠের উদ্যোগে বার্ষিক গীতাপাঠ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

  প্রকাশ : ২০১৯-১০-০৭ ১৭:৫৯:৩২  

পরিস্হিতি২৪ডটকম : ফটিকছড়ি হাইদচকিয়া সূর্যগিরি আশ্রম নিয়ন্ত্রণাধীন পণ্ডিত নিরোদ লীলা গীতা বিদ্যাপীঠের বার্ষিক পুরস্কার বিতরণী ৬ অক্টোবর মহাঅষ্টমী তিথিতে সকাল ৮টায় গীতাপাঠ, নৃত্য, গান, উপস্থিত বক্তব্য, কবিতা, ধর্মীয় সংগীত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অধ্য অর্চ্চণা রানী আচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন সূর্যগিরি আশ্রমের প্রতিষ্ঠাতা অধ্য লায়ন ডাঃ বরুণ কুমার আচার্য বলাই। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় সাংসদ খাদিজাতুল আনোয়ার সনি। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, সত্য ও সুন্দরকে প্রতিষ্ঠা করতে হলে অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির সম্মিলন ঘটাতে হবে। আলোকিত সমাজ ব্যবস্থা গড়ার পূর্বশর্ত আলোকিত প্রজন্ম গড়া। তাই প্রজন্মকে গীতাশিক্ষা তথা নৈতিক শিক্ষায় সমৃদ্ধ করতে হবে। দুর্গাপূজা আমাদের ঐক্যবদ্ধ হতে শেখায়। আসুরিক শক্তিকে অবদমিত করতে মা দুর্গা প্রতি বছর মর্ত্যলোকে আবির্ভূত হন। এতে আরো উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক মোহাম্মদ আবুল বশর, সহ-দপ্তর সম্পাদক মাস্টার মোহাম্মদ কাসেম, ত্রাণ সম্পাদক মোহাম্মদ সরওয়ার, উপ-প্রচার সম্পাদক মোহাম্মদ বোরহান উদ্দিন, ফটিকছড়ি ছাত্রলীগ সভাপতি মোহাম্মদ জামাল উদ্দিন। উক্ত অনুষ্ঠানে সাবেক এমপি ফটিকছড়ির মাটি ও মানুষের প্রিয় নেতা মরহুম আলহাজ্ব রফিকুল আনোয়ারকে মরণোত্তর সম্মাননা প্রদান করা হয়। এতে আরও উপস্থিত ছিলেন ফটিকছড়ি থানার এএসআই মো. বাবুল মিয়া, বাগীশিক সংসদের সভাপতি দেবাশীষ দে, সাধারণ সম্পাদক উজ্জ্বল দাশ, আনসার ভিডিপি কর্মকর্তা আনজুমান আরা, ভিডিপি সহ-সম্পাদক রহিমা আকতার, তৈয়ব আলী, কৃষ্ণাকলি আচার্য, তরুণ কুমার আচার্য কৃষ্ণ, দুর্জয় আচার্য, জয় আচার্য, পূজা শীল, ঝন্টু শীল, লালন আচার্য, নয়ন দাশ, সুব্রত আচার্য, বন্ধন আচার্য, মানিক বড়ুয়া, বিজয় আচার্য, সুজয় আচার্য, পূর্ণিমা আচার্য, সোনারাম আচার্য, হিরণ দাশ, রতন দাশ, লালু চক্রবর্তী, প্রিয়া শীল, পায়েল শীল, জয়া শীল, জয়া রানী নাথ প্রমুখ। এ সময় প্রায় ৬০ জন ছাত্রছাত্রীকে পুরস্কার বিতরণ করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা