পরিস্হিতি২৪ডটকম : টেকনাফে উপজেলা প্রশাসন শরণার্থী ক্যাম্প সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ১৫টি স্বর্ণের দোকান সিলগালা করে দিয়েছে।
মঙ্গলবার দুপুরে টেকনাফ উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) প্রণয় চাকমা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে নয়াপাড়া শরণার্থী ক্যাম্প, মোচনী এবং লেদা এলাকায় ১৫টি স্বর্ণের দোকান বন্ধের নির্দেশ দেন। এসব স্বর্ণের দোকান সিলগালা করে দেওয়া হয়।
উল্লেখ্য, কতিপয় রোহিঙ্গা মাদকের চালানের বিনিময়ে এসব স্বর্ণের দোকানে স্বর্ণের বার এনে লেনদেন করছে এমন অভিযোগের প্রেক্ষিতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এই অভিযান চালানো হয়। বিকাশ ও হুন্ডির লেনদেনের উপর সরকারের কড়া নজরদারী থাকায় রোহিঙ্গা ক্যাম্প ভিত্তিক মাদক ও মানব পাচারকারী সিন্ডিকেট স্বর্ণের চালান আদান-প্রদানের মাধ্যম হিসেবে এসব স্বর্ণের দোকানকে ব্যবহার করে আসছে বলে অভিযোগ দীর্ঘদিনের।
All right reserved poristhiti24.com 2018-2022.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত ও পরিস্থিতি২৪ডটকম লিমিটেড (রেজি. নং-১২৮৯৩১) দ্বারা পরিচালিত ।