বাংলাদেশ, , মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫

জ্যোতিষ সাগর উপাধি সহ স্বর্ণপদক অর্জন করলেন অধ্যক্ষ শ্রী বরুণ কুমার আচার্য বলাই

  প্রকাশ : ২০১৮-১২-১৯ ১৪:১১:১২  

পরিস্হিতি২৪ডটকম : বাংলাদেশের বিপ্লবীদের তীর্থভূমিখ্যাত চট্টগ্রামের মেধাবী জ্যোতিষ অধ্যক্ষ শ্রী বরুণ কুমার আচার্য বলাই অর্জন করেছেন ওয়ার্ল্ড এ্যাস্ট্রোলজার্স সোসাইটি স্বর্ণপদক ২০১৮ ও জ্যোতিষ সাগর উপাধি। শ্রী বরুণ কুমার আচার্য বলাই জ্যোতিষকর্ম গবেষণা, দেশ, সমাজ ও জাতীয় েেত্র অবদানের স্বীকৃতি স্বরূপ ওয়ার্ল্ড এ্যাস্ট্রোলজার্স সোসাইটি ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে এই পদক ও উপাধিপত্র প্রদান করেন। স্বর্ণপদকে তিন আনা স্বর্ণসহ নগদ অর্থ সম্মান প্রদান করা হয়। ২ নভেম্বর ২০১৮ ইং, রবিবার ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার রবীন্দ্র সদনস্থ হোটেল হিন্দুস্থান ইন্টারন্যাশনাল অডিটরিয়ামে ওয়ার্ল্ড এ্যাস্ট্রোলজার্স সোসাইটির আন্তর্জাতিক সম্মেলনে সভাপতিত্ব করেন ড. বিজয়কুমার এম শাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. শ্রীমৎ স্বামী অদ্বৈতানন্দ ন্যায়তীর্থ, বিশ্বজিৎ হালদার, পিটি মুখেশ শর্মা, সুশীল কুমার শর্মা, সুভাষ শর্মান, ডা. সুনীল শীতাউলা, ডা. এস কে আগারওয়াল, পণ্ডিত টিনু, মিতা ঘোষ, রতন ঘোষ, ড. ধ্যানেশ ত্রিপাটি, মনিহর অধিকারী, ডা. পি এন রনসিং, ডা. সঞ্জয় টি মারাতু, ডা. মংগেশ, বাংলাদেশ এ্যাস্ট্রোলজার্স সোসাইটি চট্টগ্রাম বিভাগীয় সভাপতি পণ্ডিত এ আর আচার্য। বাংলাদেশের বরেণ্য জ্যোতিষশাস্ত্রবিদ শ্রী অধ্য বরুণ কুমার আচার্য বলাই সাফল্যের এই সনদে ভূষিত করেন। আন্তর্জাতিক এই সম্মেলনে স্বাগতিক দেশ ভারত, বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলংকা, পাকিস্তান, মায়ানমার, কানাডা সহ পৃথিবীর বিখ্যাত জ্যোতিষশাস্ত্রীবিদগণ স্ব স্ব দেশের প্রতিনিধিত্ব করেন। এদিকে চট্টগ্রামের কৃতি সন্তান, ফটিকছড়ি উপজেলার প্রখ্যাত জ্যোতিষশাস্ত্রীবিদ শ্রী পণ্ডিত নিরোধ বরণ আচার্য এর সুযোগ্য সন্তান ও সূর্যগিরি আশ্রমের অধ্য শ্রী বরুণ কুমার আচার্য বলাই এর ওয়ার্ল্ড এ্যাস্ট্রোলজার্স সোসাইটির স্বর্ণপদক অর্জনে অভিনন্দন জানিয়েছেন লায়ন্স অব চিটাগাং ফটিকছড়ির প্রেসিডেন্ট লায়ন মঞ্জুর মোর্শেদ ফিরোজ, ফাউন্ডার প্রেসিডেন্ট লায়ন জানে আলম, ফটিকছড়ি সূর্যগিরি আশ্রমের পরিচালনা পর্ষদের সদস্য শ্রী পণ্ডিত তরুণ কুমার আচার্য কৃষ্ণ, রুবেল শীল, ধীমান দাশ, মানিক বড়ুয়া, পণ্ডিত নিরোধ লীলা গীতাবিদ্যাপীঠের অধ্য অর্চ্চনা রানী আচার্য, কাশ্মিরি দাশ, রূপন দাশ, ৬নং পাইন্দং বাগীশিক সংসদের সভাপতি দেবাশীষ লাভু, উজ্জ্বল দে, বাগীশিক ফটিকছড়ি সংসদের সভাপতি ডাঃ সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক রূপক দে, বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ ফটিকছড়ি শাখার সভাপতি ডাঃ সুভাষ চক্রবর্তী, সাধারণ সম্পাদক ডাঃ বঙ্কিম চন্দ্র নাথ, চট্টগ্রাম রিপোর্টাস ইউনিটির সভাপতি সাংবাদিক কিরণ শর্মা, ফটিকছড়ি হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডাঃ বিজয় কৃষ্ণ বৈষ্ণব, সাধারণ সম্পাদক মাস্টার রতন চৌধুরী, ফটিকছড়ি পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন চৌধুরী, সাধারণ সম্পাদক ডাঃ প্রতাপ রায়, ফটিকছড়ি জন্মাষ্টমী পরিষদের অধ্য দয়াল রায়, সাধারণ সম্পাদক কাজল শীল, চট্টগ্রাম ইতিহাস চর্চাকেন্দ্রের সভাপতি সোহেল মুহাম্মদ ফখরুদ-দীন, সাধারণ সম্পাদক মোঃ আবদুর রহিম, সার্ক কালচারাল ফোরামের সভাপতি মোঃ মফিজুর রহমান, কার্যকরী সভাপতি ড. অধ্যক্ষ মুহাম্মদ সানাউল্লাহ, সাধারণ সম্পাদক অধ্যাপক এম.আর মাহবুব, বাংলাদেশ পরিবেশ উন্নয়ন সোসাইটি সভাপতি এ কে এম আবু ইউসুফ, চট্টগ্রাম নাগরিক অধিকার ফোরামের সভাপতি এ কে জাহেদ চৌধুরী, চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের সভাপতি বাবুল কান্তি দাশ, সাধারণ সম্পাদক আসিফ ইকবাল, মহাতীর্থ মন্দাকিনী পরিচালনা পর্ষদ সভাপতি বাবুল বিশ্বাস ও জয়টু শীল, ভূজপুর জ্যোতিষারানন্দ গীতা বিদ্যাপীঠের সভাপতি রঞ্জিত শীল, রমেশ ভাণ্ডারের পরিচালনা পরিষদের সভাপতি বাবু পুলিন শীল, বিজয় ৭১ এর সভাপতি ডাঃ আর কে রুবেল, বাংলাদেশ মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি এড. ধৃতিমান আইচ, জে এম সেন স্মৃতি পরিষদের সভাপতি অমর কান্তি দত্ত, শ্রী শ্রী প্রভু জগবন্ধু সংসদ বোয়ালখালীর সভাপতি সাংবাদিক সমীর কান্তি দাশ, আঁরা চাটগাঁ বাসীর সভাপতি অধ্যক্ষ শিহাব উদ্দিন চৌধুরী, বাংলাদেশ মাইনোরেটি বুদ্ধিস্ট এসোসিয়েশনের চেয়ারম্যান ভদন্ত দীপানন্দ স্থবির, কক্সবাজার ইতিহাস পরিষদের সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ ইউনুচ কুতুবী, চট্টগ্রাম জেলা স্কাউটসের সাধারণ সম্পাদক এস.এম.শাহনেওয়াজ আলী মির্জা, বৃহত্তর চট্টগ্রাম ডেন্টাল এসোসিয়েশনের সভাপতি ডাঃ মোহাম্মদ জামাল উদ্দিন, হাজী মোস্তফা বেগম ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুহাম্মদ হোসেন মুরাদ, বাগীশিক উত্তর জেলা সংসদের সভাপতি অমৃত লাল দে, সাধারণ সম্পাদক সুমন দেবনাথ, কধুরখীল মার্জিন বিহার পরিচালনা পর্ষদের সাধারণ সম্পাদক বাবু দুলাল কান্তি বড়ুয়া, ন্যাশনাল এ্যাস্ট্রোলজার্স সোসাইটির চট্টগ্রাম বিভাগীয় শাখা, কালাবাবা আশ্রম পরিচালনা পর্ষদ প্রমূখ একযুক্ত বিবৃতিতে লেখক, প্রাবন্ধিক, গ্রন্থপ্রনেতা জ্যোতিষশাস্ত্রী অধ্যক্ষ শ্রী বরুণ কুমার আচার্য বলাই ওয়ার্ল্ড এ্যাস্ট্রোলজার্স সোসাইটির স্বর্ণপদক ও উপাধি অর্জন করাই অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা