বাংলাদেশ, , বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

জোরারগঞ্জের কাটাছড়া এলাকা থেকে রিভলবার-গুলিসহ ২জন আটক

  প্রকাশ : ২০২১-১১-০১ ১৯:২৪:৫৫  

পরিস্হিতি২৪ডটকম : জোরারগঞ্জ থানার কাটাছড়া এলাকা থেকে বিদেশি রিভলবার, গুলি ও দেশি অস্ত্রসহ ২ জন সন্ত্রাসীকে আটক করেছে র‌্যাব-৭। তারা হলেন- একই থানার পশ্চিম কাটাছরা মৃত সফি উল্লাহর ছেলে মো. নুরুল্লাহ (৪৫) ও মো. নুরুল্লাহর ছেলে মো. নাইমুল ইসলাম প্রকাশ শুভ (২১)। সোমবার (১ নভেম্বর) বিকেলে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার এ তথ্য জানান।

তিনি জানান, কাটাছড়া এলাকায় থেকে একটি বিদেশি রিভলবার, একটি ওয়ানশ্যুটারগান, একটি এয়ারগান, ২০১ রাউন্ড গুলি এবং বিপুল পরিমাণ মাদক ও দেশি অস্ত্রসহ দুই সন্ত্রাসীকে আটক করা হয়েছে। রোববার সকাল সোয়া ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

আটক দুইজন চট্টগ্রামের বিভিন্ন এলাকায় অস্ত্র বেচাকেনাসহ অবৈধ অস্ত্র ব্যবহার করে চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছে। তাদের বিরুদ্ধে জোরারগঞ্জ থানায় নিয়মিত মামলা করা হয়েছে।



ফেইসবুকে আমরা