পরিস্হিতি২৪ডটকম : উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক একুশে পদকপ্রাপ্ত বাদনশিল্পী বিনয়বাঁশী জলদাসের ১১০তম শুভ জন্মদিন ১ অক্টোবর ২০২০ বোয়ালখালী পৌরসভাস্থ শিল্পীর বাস্তুভিটায় সমাধি প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
তাঁরই স্মরণে প্রতিষ্ঠিত লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে দিবসটি উদযাপনে বিভিন্ন কর্মসুচি গ্রহণ করা হয়েছে। কর্মসুচির মধ্যে রয়েছে সকাল দশটায় পুষ্পমাল্য, শ্রদ্ধা নিবেদন ও কেক কাটা।
অনুষ্ঠানকে সফল করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানিয়েছেন বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রধান উপদেষ্টা বাবুল জলদাস, সভাপতি উত্তম কুমার বড়ুয়া, প্রতিষ্ঠাতা পরিচালক শ্রী বিপ্লব জলদাস।
উল্লেখ্য-১৯১১ সালের ১ অক্টোবর বাদনশিল্পী বিনয়বাঁশী জলদাস বোয়ালখালীর পূর্ব গোমদন্ডী ছন্দারীয়া গ্রামে জন্মগ্রহণ করেন। স্থানীয়, জাতীয় ও আশন্তর্জাতিক পরিমন্ডলে ঢোলবাদনের নৈপূর্ণতা সৃষ্টি করে ২০০২ সালের ৫ এপ্রিল মৃত্যু বরণ করেন। ২০০১ সালে বাংলাদেশ সরকার কর্তৃক একুশে পদকে ভূষিত হন তিনি।
প্রেস বিজ্ঞপ্তি
All right reserved poristhiti24.com 2018-2022.
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদনকৃত ও পরিস্থিতি২৪ডটকম লিমিটেড (রেজি. নং-১২৮৯৩১) দ্বারা পরিচালিত ।