বাংলাদেশ, , শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫

চট্টগ্রামের পটিয়ায় বিএনপির নির্বাচনী কার্যালয় থেকে অস্ত্রসহ গ্রেফতার ১৩

  প্রকাশ : ২০১৮-১২-২২ ১১:২৯:২৩  

পরিস্হিতি২৪ডটকম : চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের বিএনপির প্রার্থী এনামুল হক এনামের নিজ এলাকা কৈয়গ্রামের নির্বাচনী প্রধান কার্যালয় থেকে শুক্রবার রাত সাড়ে তিনটায় পুলিশ দুইটি অস্ত্র ও দুই রাউন্ড কার্তুজসহ ১৩জনকে গ্রেফতার করেছে। তারা হলেন, উপজেলার কৈয়গ্রাম এলাকার মৃত আবদুস ছবুরের পুত্র মোঃ বাদশা (৩০), হরিণখাইন গ্রামের আবদুল বারেকের পুত্র আবু তৈয়ব (২৩), কৈয়গ্রাম এলাকার মৃত খুইল্ল্যা মিয়ার পুত্র দিদারুল আলম (২৮), জিরি গ্রামের মোঃ ইসমাইলের পুত্র আবদুল কুদ্দুস (৪৫), চরকানাই গ্রামের মোঃ আলীর পুত্র মোঃ শাহদাত (২৮), কৈয়গ্রামের আবুল কালামের পুত্র জাহাঙ্গীর আলম (২৮), চরকানাই গ্রামের মোঃ ইউনুচের পুত্র আরফাত উদ্দীন (২৮), কৈয়গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র মোঃ জাহাঙ্গীর (৩২), কৈয়গ্রামের মৃত আলী আহমদের পুত্র মোঃ সেলিম (৩৬), বেলখাইন গ্রামের অমর দাশের পুত্র রাহুল দাশ (২২), কৈয়গ্রামের হাজী আবদুস শুক্কুুরের পুত্র মো. রিপন (২৭), সাঁইদার গ্রামের আবুল হোসেনের পুত্র মোশারফ হোসেন রুবেল (২৬), পশ্চিম বাণীগ্রামের আহমদ কবিরের পুত্র মোঃ আরমান (২৮)।
পুলিশ সূত্রে জানিয়েছে, ‘আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিতব্য একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটিয়ায় ব্যাপক নাশকতা করতে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রস্তুতি নিচ্ছিল বলে পুলিশের কাছে গোপন সংবাদ আসে। সে সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে বিএনপির ১৩ নেতাকর্মীকে ২টি অস্ত্র ও দুই রাউন্ড কার্তুজসহ গ্রেফতার করে।’
তবে বিএনপির পটিয়া উপজেলার সাধারণ সম্পাদক খোরশেদ আলম অভিযোগ করেছেন, ‘পুলিশ বিএনপির নেতাকর্মীদের একে একে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে জেল হাজতে পাঠাচ্ছে। যাতে করে বিএনপির নেতাকর্মীরা ভোট কেন্দ্রে যেতে না পারে। অথচ বিএনপির বেশ কয়েকটি নির্বাচনী কার্যালয় প্রতিপক্ষরা জ্বালিয়ে দিলেও পুলিশ কোন ব্যবস্থা নেয়নি।’
এদিকে, শুক্রবার গভীর রাতে উপজেলার হাইদগাঁও ইউনিয়নের পূর্ব হাইদগাঁও ছত্তার মার্কেট এলাকায় আওয়ামী লীগের বাঁশের তৈরি একটি নৌকা দুর্বৃত্তরা জ্বালিয়ে দিয়েছে। শনিবার সকালে হাইদগাঁও ইউপি আওয়ামী লীগ সভাপতি জিতেন কান্তি গুহ, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম জুলুর নেতৃত্বে একটি প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল বের করা হয়।
পটিয়া থানার ওসি (তদন্ত) রেজাউল করিম মজুমদার বলেন, ‘নির্বাচনে নাশকতার পরিকল্পনা করার গোপন খবর পেয়ে পুলিশ বিএনপির প্রার্থী এনামের প্রধান কার্যালয়ে অভিযান চালিয়ে দুটি অস্ত্র ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে। এই ঘটনায় থানার এসআই নাদিম মাহমুদ বাদী হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছেন।’



ফেইসবুকে আমরা