বাংলাদেশ, , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট চট্টগ্রাম মহানগরের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি

  প্রকাশ : ২০২০-০৭-০৭ ১৬:৩১:৫০  

গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট চট্টগ্রাম মহানগরের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রেসক্লাব সভাপতি আলী আব্বাস :  নির্বিচারে প্রকৃতি ধ্বংসের ফলে মানুষ নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনছে

পরিস্হিতি২ডটকম : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উপলক্ষে গ্রীন এনভায়রনমেন্ট মুভমেন্ট চট্টগ্রাম মহানগরের উদ্যোগে আয়োজিত চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচি ২০২০ আজ মঙ্গলবার ৭ জুলাই দুপুর এক ঘটিকায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ফজলে রাব্বি সুমন এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আলী আব্বাস। সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিমের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, অর্থ সম্পাদক দেব দুলাল ভৌমিক, সাংস্কৃতিক সম্পাদক রূপম চক্রবর্তী, ক্রীড়া সম্পাদক দেবাশীষ বড়ুয়া দেবু। এতে আরো উপস্থিত ছিলেন ইসলামিয়া ডিগ্রী কলেজের সাবেক ভিপি ও চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা নাজমুল আলম খাঁন, সাইফুদ্দিন সিদ্দিকী মনি, রাশেদ মজুমদার, জোবায়ের আলম খান তুহিন, জাকারিয়া তাহের সাফায়েত, আবদুল মাবুদ আসিফ, মনিরুল ইসলাম সৌরভ, বিজয় দাশ, সাখাওয়াত হোসেন নোমান, মামুনুর রশীদ, মিজানুর রহমান, গিয়াসউদ্দিন তালুকদার আদর, এস এম মাহিন প্রমুখ। বক্তারা বলেন, নির্বিচারে প্রকৃতি ধ্বংসের ফলে মানুষ নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনছে। মানুষকে প্রকৃতিপ্রেমী হতে হবে। সকলের উচিত অন্তত দুটি করে গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করা।

প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা