বাংলাদেশ, , বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উপদেষ্টা আবদুল গফুর ভূঁইয়া কারাগারে

  প্রকাশ : ২০১৮-১২-১৫ ১৪:৪৫:৪১  

পরিস্হিতি২৪ডটকম : কুমিল্লার নাঙ্গলকোটের বিএনপি দলীয় সাবেক এমপি ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির উপদেষ্টা আবদুল গফুর ভূঁইয়াকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে নিয়ে আসা হয়েছে।
শনিবার দুপুরে কুমিল্লার নাঙ্গলকোট থানা ও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ তাকে ঢাকার দোয়েল চত্বর এলাকা থেকে গ্রেপ্তারের পর সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ কারাগারে নিয়ে আসে।
কুমিল্লা নাঙ্গলকোট থানার ওসি নজরুল ইসলাম জানান, ‘গত ১২ ডিসেম্বর দুপুরে নাঙ্গলকোট উপজেলার গোহারুয়া হাসপাতালের সামনে থেকে বেলাল নামের এক ডাকাতকে ২ রাউন্ড গুলিভর্তি একটি রিভলবারসহ গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে সে পুলিশকে জানিয়েছে- নির্বাচনকে সামনে রেখে ওই অস্ত্রটি কেনার জন্য গফুর ভূঁইয়া তাকে টাকা দিয়েছিল। এসময় তার দেওয়া তথ্যমতে, গফুর ভূঁইয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে তার গোহারুয়ার গ্রামের বাড়ির ঘরের খাটের নিচ থেকে ৯টি ধারালো কিরিচ উদ্ধার করা হয়। এ ঘটনায় থানার এসআই সোহেল আহমেদ বাদী হয়ে ঘটনার দিন রাতে অস্ত্র আইনে আবদুল গফুর ভূঁইয়া ও বেলাল ডাকাতের বিরুদ্ধে মামলা দায়ের করে। এ মামলায় নাঙ্গলকোট থানা ও জেলা ডিবির একটি দল শনিবার দুপুর ২টার দিকে তাকে ঢাকার দোয়েল চত্বর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।’
রাত সাড়ে ৭টায় কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের জেলার নাশির আহমেদ জানান, ‘পুলিশ নাঙ্গলকোট থানার একটি অস্ত্র মামলায় সাবেক এমপি আবদুল গফুর ভূঁইয়াকে কারাগারে আমাদের কাছে হস্তান্তর করেছে।’



ফেইসবুকে আমরা