বাংলাদেশ, , বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

ওফাত শতবার্ষিকী সেমিনারে বক্তারা : পাক-ভারত উপমহাদেশে মাইজভাণ্ডারী তরিকার প্রসারে সফল অনুঘটক মাওলানা শাহ চরণদ্বীপি (ক.)

  প্রকাশ : ২০২০-০৩-০৯ ১৫:৫৩:৫৩  

পরিস্হিতি২৪ডটকম : গাউসুলআজম সৈয়দ আহমদ উল্লাহ মাইজভাণ্ডারী (ক.)’র প্রথম ও প্রধান খলিফা কুতুবুল আকতাব হযরত মাওলানা শাহসুফি শেখ অছিয়র রহমান ফারুকী (ক.)এর ওফাত শতবার্ষিকী উদযাপন উপলক্ষে ‘মাইজভাণ্ডারী তরিকার প্রচার ও বিকাশে জিল্লে গাউসুলআজম হযরত মাওলানা শাহসুফি শেখ অছিয়র রহমান আল ফারুকী (ক.)’র অবদান’ শিরোনামে এক সেমিনার ৮ মার্চ জাতীয় প্রেসক্লাবে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য বিশিষ্ট ইসলামী স্কলার প্রফেসর ড. এম. শমশের আলী। সভাপতিত্ব করেন বিশিষ্ট আলেমেদ্বীন হযরতুলহাজ্ব আল্লামা হাফেজ কাজী আবদুল আলিম রেজভী। প্রতিপাদ্য বিষয়ের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিশিষ্ট লেখক ও গবেষক ড. সেলিম জাহাঙ্গীর। এতে আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যাপক ড. কে. এম. সাইফুল ইসলাম খান, অধ্যাপক আল্লামা ড. আবদুল্লাহ আল মারুফ, অধ্যাপক ড. আল্লামা আবুল ফাতাহ মুহাম্মদ মহিউদ্দীন, আল্লামা মুফতি মাহমুদুল হাসান আল কাদেরী প্রমুখ। বক্তাগণ বলেন, উপমহাদেশে মাইজভাণ্ডারী তরিকার প্রচার ও বিকাশে হযরত মাওলানা অছিয়র রহমান ফারুকী (ক.)’র অবদান অপরিসীম। গাউসুলআজম মাইজভাণ্ডারীর শিষ্যত্ব গ্রহণের পর তিনি তৎকালীন বহু আলেম ও গুণী ব্যক্তিদের মাইজভাণ্ডারী তরিকার ছায়াতলে নিয়ে আসেন। যার ফলে মাইজভাণ্ডারী তরিকা দ্রুত উপমহাদেশে প্রচার ও প্রসার লাভ করে। আল্লামা শায়েস্তা খান আযহারীর সঞ্চালনায় এতে সমাপনী মুনাজাত পরিচালনা করেন চরণদ্বীপ দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে ত্বরীকত হযরতুলহাজ্ব শাহসুফি শেখ আবু মুহাম্মদ শহীদুল্লাহ ফারুকী (ম.)। এতে আরো উপস্থিত ছিলেন শাহজাদা আবু মুহাম্মদ সাইফুল্লাহ ফারুকী (ম.), শাহজাদা আবু মুহাম্মদ সানাউল্লাহ ফারুকী (ম.), ডা. জি.এম.এম. নাজির হোসেন, ড. জি.এম.এ. বেলায়েত হোসাইন, ড. মেহেদী হাসান, ড. সৈয়দ ফরিদ উদ্দীন ফরহাদ, মেজবাহ চৌধুরী, মানিক ভাই, মিনহাজুর রহমান, সৈয়দ মোশারফ হোসেন চঞ্চল, আল্লামা ইছহাক আনসারী, আল্লামা সোলায়মান রেজভীসহ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক ও সাংবাদিকবৃন্দ। ওফাত শতবার্ষিকী উদযাপন পরিষদের পক্ষ থেকে উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন মহাসচিব আলহাজ্ব মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
প্রেস বিজ্ঞপ্তি



ফেইসবুকে আমরা