দেয়াং পাহাড়ে জাতীয় আরবি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির সভায় বক্তারা : অবিলম্বে দেয়াং পাহাড়ে আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হোক
পরিস্থিতি২৪ডটকম : জাতীয় কর্মবীর, চট্টগ্রামের গৌরব, ভারতীয় স্বাধীনতা আন্দোলনের মহান সেনানী মাওলানা মোহাম্মদ মনিরুজ্জামান ইসলামাবাদীর ৭৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কদম মোবারক মুসলিম এতিমখানার সম্মুখে তার সমাধীতে শ্রদ্ধা নিবেদন করে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেছেন অবিলম্বে চট্টল গৌরব মাওলানা মোহাম্মদ মনিরুজ্জামান ইসলামাবাদীর স্মৃতি বিজড়িত দেয়াং পাহাড়ে তাঁর স্বপ্নের জাতীয় আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা হোক। মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী ৫০০ একর জমি সরকার থেকে লিজ নিয়েছিলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য ঐ এলাকার বিখ্যাত জমিদার আন্নার আলী খান আরো ৫০০ কানি জায়গা ইসলামাবাদীর স্মৃতিকে সফলতার জন্য রেজিষ্টারীমূলে দান করেছিলেন। আজও দেয়াং পাহাড়ে এই জায়গা অরক্ষিত ও ভূমি দখলদারীদের কবলে রয়েছে। সভায় বক্তারা বলেছেন, দক্ষিণ চট্টগ্রামে বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের জন্য এতবড় জায়গা কোন থানা কিংবা উপজেলায় নাই। তাই মাননীয় প্রধানমন্ত্রীর নিকট উল্লেখিত জায়গায় দেয়াং পাহাড়ে জাতীয় আরবী বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের জন্য জোর দাবী জানান। ভারতীয় রাজনীতির কিংবদন্তী মহাপুরুষ ইসলামাবাদীর স্মৃতি বিজড়িত জায়গায় বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন হলে দক্ষিণ চট্টগ্রাম প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপিত হবে। কারো কাছ থেকে এক কানি জায়গাও অধিগ্রহণ করিতে হইবে না। ২৮ অক্টোবর মাননীয় প্রধানমন্ত্রী চট্টগ্রাম আসবে। চট্টগ্রামবাসী মাননীয় প্রধানমন্ত্রীর মুখে দেয়াং পাহাড়ে বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের ঘোষণা শুনার অধীর আগ্রহে রয়েছে। দেয়াং পাহাড়ে জাতীয় আরবি বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন কমিটির সভাপতি ইতিহাসবেত্তা সোহেল মুহাম্মদ ফখরুদ-দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যারয় বাস্তবায়ন কমিটির মহাসচিব পরিবেশবিদ এ কে এম আবু ইউসুফ, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মুক্তাদের আজাদ খান, পরিবেশ উন্নয়ন সোসাইটির সাধারণ সম্পাদক মোহাম্মদ জামাল উদ্দিন, বীরমুক্তিযোদ্ধা অমর কান্তি দত্ত, মাওলানা রেজাউল করিম তালুকদার, ইঞ্জিনিয়ার মো. নুরু হোসেন, রায়ছটা প্রেমাশিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. মুরিদুল আলম, প্রধান শিক্ষক মহিউদ্দিন চৌধুরী, রাজনীতিবিদ মাস্টার আবুল হোসাইন, মোহাম্মদ শামীম, মাওলানা আবুল কাশেম, মাওলানা জিল্লুর রহমান, মাওলানা ফারুক হোসাইন প্রমূখ।
প্রেস বিজ্ঞপ্তি