বাংলাদেশ, , বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫

আফ্রিকায় ঘূর্ণিঝড়-বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩২

  প্রকাশ : ২০১৯-০৩-২৪ ১৭:২২:৩০  

পরিস্হিতি২৪ডটকম : মোজাম্বিক, জিম্বাবুয়ে ও মালাবিতে ঘূর্ণিঝড় ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ৭৩২ জনে দাঁড়িয়েছে। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
খবরে বলা হয়েছে, বন্যায় মৃতদের মধ্যে মোজাম্বিকের ৪১৭ জন, জিম্বাবুয়ের ২৫৯ জন এবং মালাবিতে ৫৬ জন।
গত ১৪ মার্চ ১৭০ কিলোমিটার বেগে মোজাম্বিকে ঘূর্ণিঝড় ইদাই আঘাত হানে। এরপর জিম্বাবুয়ে ও মালাবিতে আঘাত করে ঝড়টি। মোজাম্বিকের বেইরা শহরের ৯০ শতাংশই ক্ষতিগ্রস্ত হয়।
দেশটিতে ঘূর্ণিঝড়ের সঙ্গে সৃষ্ট বন্যায় ভবন ও বাঁধ ধসের মতো ঘটনা ঘটেছে।
বেইরা শহরের এক বাসিন্দা মিমি ম্যানুয়েল বলেন, আমাদের সব খাবার নষ্ট হয়ে গেছে, আমাদের এখন আর কিছুই অবশিষ্ট নেই। আমরা সন্তানদের নিয়ে এখন কোথায় যাব জানি না।
বেইরার আরেক বাসিন্দা ডিনা ফিগাডো বলেন, যখন ঘূর্ণিঝড় আঘাত হানে তখন সবাই চিৎকার শুরু করি। বাঁচার জন্য কেউ ঘর থেকে পালিয়েছে আবার কেউ ঘরের মধ্যেই ছিল।
মোজাম্বিকের এক মন্ত্রী বলেন, শিগগিরই ১৫০০ লোককে উদ্ধার করা জরুরি হয়ে দাঁড়িয়েছে, যারা ছাদে ও গাছে আশ্রয় নিয়েছে।
উদ্ধারকর্মীরা উদ্ধারকাজে হিমশিম খাচ্ছে বলে খবরে বলা হয়েছে। তথ্যসূত্র: বিবিসি, খালিজ টাইমস, এনডিটিভি।



ফেইসবুকে আমরা