বাংলাদেশ, , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

আনোয়ারায় স্বর্ণের দোকানে ভ্রাম্যমাণ আদলতের অভিযান

  প্রকাশ : ২০১৯-১২-১৮ ১৯:৪৮:২৪  

পরিস্হিতি২৪ডটকম/আনোয়ারা প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বিভিন্ন স্বর্ণের দোকানে অভিযানে দেখা যায় জুয়েলারি দোকানের মালিকগণ স্বর্ণের ওজন পরিমাপের আর্ন্তজাতিক পদ্ধতি ব্যবহার না করে সনাতন পদ্ধতিতে স্বর্ণ পরিমাপ করায় এবং ব্যবহৃত পরিমাপক যন্ত্রটি বিএসটিআই কর্তৃক পরীক্ষিত না হওয়ায় বর্ণিত অপরাধের কারণে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন -২০১৮ এর ৪৫ ও ৪৬ ধারায় ১৮০০০ জরিমানা করা হয় ভ্রাম্যমাণ আদলত। বুধবার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের জয়কালী বাজারে বিভিন্ন দোকানে এই অভিযান পরিচালনা করা হয়।অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাইদুজ্জামান চৌধুরী।অভিযানে সার্বিক সহযোগিতা করেন আনোয়ারা থানা পুলিশ।
অভিযান শেষে বেলচূড়া এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে সরকারী ১ নং খাস খতিয়ানভূক্ত জমিতে অবৈধ স্থাপনা গড়ে উঠা ১০ শতক পরিমান খাস জমি উদ্ধার করা হয়।



ফেইসবুকে আমরা