বাংলাদেশ, , শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

আনোয়ারায় কম্বিং অপারেশনে পোড়ানো হলো নিষিদ্ধ জাল

  প্রকাশ : ২০২০-০১-০৭ ২১:১০:১৮  

পরিস্হিতি২৪ডটকম/এনামুল হক নাবিদ,আনোয়ারা প্রতিনিধি : চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সাঙ্গু নদীর মোহনা ও বঙ্গোপসাগরে বিশেষ কম্বিং অপরেশন পরিচালনা করে ৫টি বেহুদী জাল ও ৬টি চিংড়ি পোনা ধরার জাল জব্দ করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর।
মঙ্গলবার (৭ জানুয়ারি ) নিষিদ্ধ জাল নির্মূুল করণের লক্ষে সকাল ১১টা থেকে সন্ধ্যা ৪টা পর্যন্ত বিশেষ অভিযানে এই জাল গুলো জব্দ করা হয়।জব্দকৃত অবৈধ জালের আনুমানিক মূল্য ১ লক্ষ টাকা।এসময় জব্দকৃত অবৈধ জাল গুলি পুড়িয়ে দিয়েছে মৎস্য অধিদপ্তর।
বিশেষ কম্বিং অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র মৎস্য কমকর্তা মোঃ রাশিদুল হক,বাংলাদেশ কোষ্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার ডি এম কামাল,বার আউলিয়া ঘাট নৌপুলিশ মোঃ ওমর ফারুক, মৎস্য অফিসের সহকারি মোহাম্মদ এনামুল হক।



ফেইসবুকে আমরা