পরিস্হিতি২৪ডটকম : চট্টগ্রাম চান্দগাঁও থানাধীন সানোয়ারা আবাসিক এলাকা আনন্দ মাল্টিমিডিয়া ইন্টারন্যাশনাল স্কুলের এবারের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ অনুষ্ঠান (আজ) ২০ ডিসেম্বর বৃহস্পতিবার বিদ্যালয় অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুহাম্মদ হোসেন মুরাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ কর্মকর্তা (অবঃ) মুক্তিযোদ্ধা কবি জাহাঙ্গীর আলম চৌধুরী। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ব্যাংক বহদ্দারহাট শাখার ম্যানেজার এ এফ এম আরিফ। শিক্ষক জিটন গুপ্ত ও পলি দেবীর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভাইস চেয়ারম্যান ফারজানা নাসরিন, কাজী সেলিম, ওসমান গনি, উপাধ্যক্ষ আবুল কাশেম, এনামুল হাসান। এতে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের শিক্ষক ভবতোষ সরকার, মেরিন, রহিম উদ্দিন, ওয়াহিদুল ইসলাম, বিদ্যালয়ের শিক্ষক দুর্জয় বড়ুয়া, জোবায়দা, পারুল আকতার, রুজি আকতার, পিংকি বড়ুয়া, কানিজ আকতার, রাজিব দত্ত প্রমুখ। অনুষ্ঠান শেষে উর্ত্তীণ শিক্ষার্থীদের মাঝে ফলাফল তুলে দেওয়া হয়।
প্রেস বিজ্ঞপ্তি